চুয়াডাঙ্গা সদর উপজেলা সংস্থার আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে শুরু হচ্ছে আন্ত:ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট

স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গা সদর উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে “জুলাই গণঅভ্যুত্থান দিবস” উদযাপন উপলক্ষে শুরু হচ্ছে আন্ত: ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট-২০২৫। এ টুর্নামেন্ট আয়োজন উপলক্ষে গতকাল বুধবার বিকেল সাড়ে ৩টায় সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় উপজেলা ক্রীড়া সংস্থার আহবায়ক কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতক্রমে সিদ্ধান্ত হয় চুয়াডাঙ্গা সদর উপজেলার ১০টি ইউনিয়নের ১০টি টিম নিয়ে চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হবে। সভায় আরো সিদ্ধান্ত হয় চুয়াডাঙ্গা জেলা সদরের স্থায়ী বাসিন্দা প্রতিটি  ইউনিয়নের যেকোনো বয়সের ফুটবল খেলোয়াড়গণ এ প্রতিযোগিতায় নিজ নিজ ইউনিয়নের পক্ষে অংশগ্রহণ করতে পারবে। আগামী শনিবার (৯ আগস্ট) দুপুর ২টা ৩০মিনিটে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হবে।  প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করবেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার এম সাইফুল্লাহ।

অনুষ্ঠিত জরুরি সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা ক্রীড়া সংস্থার আহবায়ক এম সাইফুল্লাহ। এছাড়াও উপস্থিত ছিলেন তাওবায়েব কমিটির সদস্য সোহেল আহমেদ মালিক সুজন, বাবু মুন্সী, ইসলাম রকিব, ফাহিম উদ্দীন মুভিন, উপজেলা শঙ্করচন্দ্র ইউনিয়নের চেয়ারম্যান মহিবুল আলম সুজন, মমিনপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আসাদুল হকসগ অনেকেই ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *