এই পর্যন্ত ‘সাইয়ারা’র আয় ৬৫৫ কোটি, কত পেলেন আহান-অনীত?

অনলাইন ডেস্ক

‘সাইয়ারা’ ছবির মাধ্যমে বলিউডে পা রেখেছেন আহান পান্ডে ও অনীত পড্ডা। মোহিত সুরি পরিচালিত এই রোমান্টিক ড্রামা মুক্তির পর থেকেই দর্শকদের প্রশংসা কুড়াচ্ছে এবং বক্স অফিসে ঝড় তুলেছে। ছবিটি প্রযোজনা করেছে যশরাজ ফিল্মস।

মাত্র ৪৫ কোটি রুপি ব্যয়ে নির্মিত ‘সাইয়ারা’ বিশ্বব্যাপী ১৮ দিনে সংগ্রহ করেছে প্রায় ৪৭২ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় ৬৫৫ কোটি টাকার বেশি। এই অভাবনীয় সাফল্য নজর কেড়েছে বলিউডপ্রেমীদের।

নবাগত এই দুই অভিনেতা কত পারিশ্রমিক পেয়েছেন তা নিয়ে চলছে আলোচনা। ‘ইন্ডিয়া টুডে’র বরাতে জানা যায়, ছবিটির জন্য আহান ও অনীতের পারিশ্রমিক ছিল আনুমানিক ১৫ থেকে ২০ লাখ রুপি, যা বাংলাদেশি টাকায় প্রায় ২০ থেকে ২৭ লাখ টাকা। তবে সিনেমার সাফল্যের কারণে তাদের ভবিষ্যৎ পারিশ্রমিক বহুগুণ বাড়বে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

বলিউডের একজন অভিজ্ঞ প্রোডাকশন এক্সিকিউটিভ জানান, নতুনদের জন্য এই পরিমাণ পারিশ্রমিক বড় প্রযোজনা প্রতিষ্ঠানের ছবিতে কাজ করলে স্বাভাবিক। তবে তিনি এটাও বলেন, “ব্লকবাস্টার হিটের পর তারা অবশ্যই উচ্চ পারিশ্রমিকের দাবি করতে পারে।”

এখনই নাকি নতুন প্রজেক্টের আলোচনাও শুরু হয়ে গেছে এই জুটির জন্য। পরবর্তী সিনেমার জন্য তাদের পারিশ্রমিক ৩৫ থেকে ৫০ লাখ রুপিতে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বলিউডে নবাগতদের প্রথম ছবির সফলতার পর পারিশ্রমিক বেড়ে যাওয়ার নজির আগেও দেখা গেছে। যেমন জাহ্নবী কাপুর ‘ধড়ক’ ছবির সাফল্যের পর দ্রুতই পারিশ্রমিক বাড়িয়ে নিয়েছিলেন। এখন একই পথে এগোচ্ছেন আহান ও অনীত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *