যৌথ বাহিনীর সমন্বয়ে চাঁদাবাজি সহ দেশী অস্ত্র উদ্ধার হওয়া প্রসঙ্গে

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিবরণঃ- অদ্য *০৩৩০-০৬০০ * ঘটিকায় ৫৫ এফ আই ইউ ইউনিটের এফএস ল্যান্স কর্পোরাল মোঃ রতন মিয়া এর তথ্যের ভিত্তিতে বিএ-১১৩৮৫ ক্যাপ্টেন মনজুরুল ইসলাম মাশফি (৩৬ এডি)স্যারের নেতৃত্বে নামঃ মোঃ মঞ্জু হোসেন পিতাঃ মৃতঃ বাবর আলি গ্রামঃ কলোনী পাড়া পোস্টঃ চুয়াডাঙ্গা থানাঃ চুয়াডাঙ্গা সদর জেলাঃ চুয়াডাঙ্গা এর বাড়িতে সেনাবাহিনী এবং পুলিশের যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে আসামিসহ দেশী অস্ত্র উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মালামালঃ
১। রামদা ৫ টা
২। চাপাতি ১ টি
৩। অ্যান্ড্রয়েড ফোন ২ টি
৪। বাটন ফোন ১ টি

আসামির বিবরণঃ
১।নামঃ মোঃ মঞ্জু হোসেন ।
পিতাঃ মৃতঃ বাবর আলি।
গ্রামঃ কলোনী পাড়া ।
পোস্টঃ চুয়াডাঙ্গা সদর ।
থানাঃ চুয়াডাঙ্গা।
জেলাঃ চুয়াডাঙ্গা ।

২। নামঃ মোঃ রাতুল হোসেন।
পিতাঃ
গ্রামঃ কলোনী পাড়া ।
পোস্টঃ চুয়াডাঙ্গা সদর ।
থানাঃ চুয়াডাঙ্গা।
জেলাঃ চুয়াডাঙ্গা ।

উক্ত আসামীকে জিজ্ঞাসাবাদ শেষে দেশী অস্ত্র সহ ০৭৩০ ঘটিকায় চুয়াডাঙ্গা সদর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *