আলমডাঙ্গা অফিস
ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল ২টায় বন্ডবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে চারটি দলের অংশগ্রহণে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রীতি ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম।
এসময় তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল দেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম মাইলফলক। এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণদের মাঝে সেই ঐতিহাসিক চেতনা ছড়িয়ে দিতে সহায়ক ভূমিকা রাখে।
এছাড়াও বিশেষ অতিথি ছিলেন, আলমডাঙ্গা উপজেলা যুবদলের আহ্বায়ক মীর আসাদুজ্জামান উজ্জ্বল। উপস্থিত ছিলেন জুলাই যোদ্ধা মিরাজ, পারভেজ, আরাফাত, হামজা ও মাহমাদুল। ক্রীড়া আয়োজনে সহায়তা করেন স্থানীয় সংগঠক মামুনুর রশিদ মন্ডল, মিজানুর রহমান ও ইউনুস মাস্টার। খেলার রেফারির দায়িত্ব পালন করেন সোহাগ আলী, জুয়েল রানা, আফজাল ও সলক।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জুলাই গণঅভ্যুত্থান দিবসকে স্মরণীয় করে রাখতে প্রতিবছরই এ ধরনের উদ্যোগ নেওয়া হবে। ফাইনাল খেলায় আলমডাঙ্গা পৌরসভা বনাম জুলাই যোদ্ধা ওয়ারিয়র্স হয়। খেলায় ট্রাইব্রেকারের মাধ্যমে ৫-৩ গোলে আলমডাঙ্গা পৌরসভা জয়লাভ করেন।