জীবননগর বিজিবির অভিযানে মাদক ও কীটনাশক উদ্ধার

স্টাফ রিপোর্টার

জীবননগর সীমান্তে বিজিবির অভিযান চালিয়ে মাদক ও কীটনাশক উদ্ধার করেছে। গতকার সোমবার পৃথক ৩টি অভিযান চালিয়ে ভারতীয় ফেন্সিডিল, গাঁজা ও কীটনাশক উদ্ধার করা হয়। তবে কোন মাদক পাচারকারীকে আটক করা যায়নি।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, গতকাল বেলা দেড়টার দিকে জীবননগরের ৬৯ নং মেইন পিলার ও ৪ নং সাব পিলালের কাছে  কালা গ্রামের পাঁকা রাস্তার পার্শ্বে হতে নায়েক মোঃ ইকবাল হোসেনের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মালিক বিহীন অবস্থায় ১১৬ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। রবিবার রাত ১১ টার দিকে জীবননগরের নিমতলা বিওপি’র ৭৫ নং মেইন পিলার ও নং ৩ সাব পিলারের কাছে  ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মাঠের মধ্যে হতে হাবিলদার মো: আকরাম হোসেনের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ২৪ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এদিকে গতকাল সকাল সাড়ে ৭টার দিকে জীবননগর বিওপি’র ৬৭ নং মেইন পিলার হতে গোয়ালপাড়া গ্রামের মো: আনারুলের আম বাগানের মধ্যে হতে হাবিলদার মোঃ আলমগীর হোসেন এর নেতৃত্বে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৫৯ বোতল কীটনাশক উদ্ধার করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *