আলমডাঙ্গা অফিস
আন্দোলন-সংগ্রামে উজ্জীবিত ইতিহাসের দিন ৫ আগস্ট। এ দিনে সংঘটিত হয়েছিল বাংলাদেশের ছাত্র-জনতার এক অভ্যুত্থান। সেই ঐতিহাসিক ঘটনার বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, আলমডাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে আয়োজন করা হয়েছে আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা ৭টায় আলমডাঙ্গা হাইরোডের আল তায়েবা মোড়ে এই ব্যতিক্রমধর্মী আয়োজন অনুষ্ঠিত হবে। ‘জুলাই জাগরণ নব উদম্যে বিনির্মাণে’ শিরোনামের প্রদর্শনীতে রাজনৈতিক প্রেক্ষাপট, ছাত্রদের আত্মত্যাগ, আন্দোলনের গৌরবগাঁথা এবং ইতিহাসের বিভিন্ন মুহূর্তকে আলোকচিত্রের মাধ্যমে তুলে ধরা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চুয়াডাঙ্গা জেলা ইসলামী ছাত্রশিবিরের অর্থ সম্পাদক বায়েজিদ বোস্তামী। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আলমডাঙ্গা উপজেলা সভাপতি মোঃ আক্তারুজ্জামান, সেক্রেটারি খালিদ আহমেদ, পৌর সভাপতি মোঃ সাব্বির রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী, আলমডাঙ্গা উপজেলা আমীর শফিউল আলম বকুল, সেক্রেটারি মামুন রেজা, পৌর আমীর মাহের আলী, সেক্রেটারি মোঃ মুসলিম উদ্দীন, এছাড়াও বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতৃবৃন্দ। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, তরুণ প্রজন্মকে স্বাধীনতা-পরবর্তী ইতিহাস সম্পর্কে সচেতন করা, শহীদদের আত্মত্যাগের স্মরণ এবং নৈতিক জাগরণ ঘটানোই এই আয়োজনের মূল লক্ষ্য।