চুয়াডাঙ্গার জীবননগরে নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দু্ই শিশুর মৃত্যু

জীবননগর অফিস

চুয়াডাঙ্গার জীবননগরে নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দু’ শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে বারোটার দিকে জীবননগর উপজেলার মুক্তারপুর গ্রামে ভৈরব নদীতে গোসল করার সময় ওই দু’ শিশুর মৃত্যু হয়।
নিহতরা হলো, মুক্তারপুর গ্রামের ঈদগাহ পাড়ার মো. সজিব হোসেনের ছেলে রিমন হোসেন (৬) এবং মো. জুয়েল মিয়ার ছেলে মো. জুনায়েদ হোসেন (৭)। মৃত দু’জনই কুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর ছাত্র।

সজীব হোসেন জানায়, বিদ্যালয় ছুটি শেষে রোববার দুপুরে রিমন, জুনায়েদ এবং রাব্বি তিন বন্ধু মিলে বাড়ির পাশে ভৈরব নদে গোসল করতে যায়। সেখানে পাটজাগ দেয়া ছিল। গোসলের এক পর্যায়ে তারা জাগ দেওয়া পাটের উপরে ওঠে খেলা করছিল। এ সময় রিমন পানিতে পড়ে যায়। জুবায়েদ রিমনকে তুলতে গেলে জুবায়েদও পানিতে পড়ে যায়। পরে রাব্বি দ্রুত তাদের বাড়িতে গিয়ে পিতামাতাকে ঘটনাটি বলে। খবর পেয়ে পিতা-মাতাসহ নিকট আত্মীয়-স্বজন ঘটনাস্থলে এসে নদী থেকে দুইজনের মৃতদেহ উদ্ধার করে।

এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের থানা-পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছে। তবে আমাদের ফোর্স যাওয়ার আগেই এলাকাবাসী লাশ দুটি উদ্ধার করে বাড়িতে নিয়ে এসেছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। জেলা প্রশাসকের অনুমতি সাপেক্ষে ময়নাতদন্ত ছাড়াই দুই শিশুর দাফন করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *