স্টাফ রিপোর্টার
দর্শনা শিক্ষা শিবিরে চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জেলা আমীর রুহুল আমিন বলেছেন, ইসলামী আদর্শে বিশ্বাসীদেরকে জনগন ক্ষমতায় আনতে চায়। গতকাল শনিবার সকাল ৯টায় দর্শনা থানা সাংগঠনিক থানার আয়োজনে কর্মী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। দর্শনা থানা শাখার আমীর মাওলানা রেজাউল করিম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ।
জেলা আমীর রুহুল আমিন বলেন জামায়তের প্রতি মানুষের যে ভালোবাসা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে তা দাওয়াত ও জনসেবার মাধ্যমে জনগণের আশা-আকাক্ষার প্রতিফলন ঘটবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে। জামায়াতে ইসলামী সাম্প্রদায়ি়কতায় বিশ্বাস করে না জামায়াত সৌহার্দ্য সম্প্রীতির সমাজ প্রতিষ্ঠা করতে চায়। আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই । একটি শোষণমুক্ত সমাজ উপহার চাই। যোগ্যতার ভিত্তিতে চাকরির বন্দোবস্ত করতে চায়। দুর্নীতিমুক্ত সমাজ ও প্রশাসন গড়তে চাই। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর দামুড়হুদা উপজেলার সাবেক চেয়ারম্যান মাওলানা আজিজুর রহমান, দর্শনা সাংগঠনিক থানা সেক্রেটারী মাহবুবুর রহমান টুকু, সহকারী সেক্রেটারি মাওলানা মাজহারুল ইসলাম, জাহিদুল ইসলাম , সাহিকুল আলম অপু , দবির প্রমুখ। এর আগে সকাল ছয়টায় আলমডাঙ্গা পৌর কার্যালয়ে আলমডাঙ্গা মাসিক রুকন সমাবেশ অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী, চুয়াডাঙ্গা ১ নং আসনের সংসদ সদস্য প্রার্থী এড মাসুদ পারভেজ রাসেল, জেলা সমাজ কল্যাণ বিভাগের সভাপতি আলতাফ হোসাইন, জেলা যুব বিভাগের সভাপতি, চুয়াডাঙ্গা ১ নং আসনের নির্বাচন পরিচালক নূর মোহাম্মদ হোসাইন টিপু প্রমুখ। সভাপতিত্ব করেন আলমডাঙ্গা পৌর আমীর মাহের আলী ও উপস্থাপননা করেন পৌর সেক্রেটারি মসলেম উদ্দিন।