মেহেরপুর প্রতিনিধি
আগামী ৫ আগষ্ট ‘জুলাই পুনর্জাগরণ’ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা করেছে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক জেলা বিএনপির সভাপতি আমজাদ হোসেন। আজ শনিবার দুপুরে গাংনী বাজারে বিএনপির কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে রাইপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নাসির উদ্দীনের সভাপতিত্বে আলোচনায় সভায় ৫ আগস্ট পুনর্জাগরন পালনের লক্ষে বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বুলবুল, গাংনী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবলু, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা নুর ইসলাম, রাইপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল হক, ধানখোলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিউর রহমান টমা, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আহসানুল হক সুমনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে ভার্চয়ালী যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য আমজাদ হোসেন বলেন, জুলাই মাস ইতিহাস-ঐতিহ্যের স্মারক। এই মাসে দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ও মুক্তির আন্দোলনে বিএনপির অবদান তুলে ধরতে হবে। এ লক্ষ্যে ইউনিয়ন থেকে পৌরসভা, ওয়ার্ড থেকে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত বিএনপি ও অঙ্গসংগঠনের প্রতিটি ইউনিটকে সক্রিয় ভূমিকা নিতে হবে।