চুয়াডাঙ্গায় বিএনপির বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন শরীফুজ্জামান শরীফ

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় চুয়াডাঙ্গা জেলা বিএনপির আয়োজনে এক ব্যতিক্রমী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। শনিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা সাহিত্য পরিষদ চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে সদর উপজেলা, পৌরসভা, আলমডাঙ্গা উপজেলা, পৌরসভাসহ প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়। জেলা বিএনপির সিনিয়র সদস্য খন্দকার আব্দুল জব্বার সোনার সভাপতিত্বে কর্মসূচির উদ্বোধন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘প্রকৃতি আমাদের বড় আশ্রয়। আমরা যদি প্রকৃতির পাশে দাঁড়াই, প্রকৃতিও আমাদের রক্ষা করবে। এই বর্ষা মৌসুমকে সামনে রেখে চুয়াডাঙ্গা জেলার প্রতিটি উপজেলা, ইউনিয়ন এমনকি ওয়ার্ড পর্যন্ত বৃক্ষরোপণের যে উদ্যোগ আমরা নিয়েছি, তা শুধু চারা বিতরণে সীমাবদ্ধ থাকবে না। প্রতিটি গাছের বেড়ে ওঠা নিশ্চিত করাও আমাদের দায়িত্ব। কারণ এই গাছগুলোই একদিন আমাদের প্রজন্মকে ছায়া দেবে, ফল দেবে, আর পরিবেশ রক্ষা করবে।’

তিনি বলেন, ‘আমরা যে গাছ দিয়েছি, তার মধ্যে ফলজ, বনজ ও ভেষজ প্রজাতি রয়েছে। প্রতিটি ইউনিয়নে ২০০টি করে এবং প্রতিটি ওয়ার্ডে ২০টি করে চারা বিতরণ করা হয়েছে। আমাদের এ কর্মসূচি শুধু প্রতীকী নয়, এটি বাস্তবায়নের জন্য আমাদের দলের প্রতিটি স্তরের নেতাকর্মী দায়িত্বশীল থাকবে। আমরা প্রতিটি চারা রোপণ শেষে খোঁজ নেব, কোথায় গাছ কেমন বেড়ে উঠছে। বৃক্ষরোপণ শেষ নয়, গাছের পরিচর্যা করাটাও আমাদের আন্দোলনের অংশ।’

তিনি আরও বলেন, ‘শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু একজন রাষ্ট্রনায়কই ছিলেন না, তিনি ছিলেন প্রকৃতিপ্রেমী একজন মানুষ। তিনি সবুজ বাংলাদেশের স্বপ্ন দেখতেন। আজ তারই আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা তারেক রহমানের নেতৃত্বে সবুজায়নের এই আন্দোলনে যুক্ত হয়েছি। স্কুল, কলেজ, মসজিদ-মন্দির, কবর¯’ান, রাস্তার মোড়Ñযে স্থানে গাছ লাগালে মানুষ উপকৃত হবে, সেখানেই আমরা রোপণ করবো। নিম গাছের প্রতি আমরা বিশেষ গুরুত্ব দিয়েছি। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শ্রেণিকক্ষের জানালার পাশে এসব গাছ লাগানো হবে, যেন পরিবেশ থাকে সুস্ত ও প্রশান্তিকর।’

শরীফুজ্জামান বলেন, ‘আমরা চাই আমাদের সন্তানরা একটি সুন্দর, স্বা¯’্যকর পরিবেশে বেড়ে উঠুক। তাই গাছ লাগানোকে আমরা দায়িত্ব হিসেবে নিচ্ছি, শুধু আনুষ্ঠানিকতা নয়। এই কর্মসূচি একদিন বা এক সপ্তাহের নয়, এটা চলবে দীর্ঘমেয়াদে। প্রতি ধাপে আমরা মূল্যায়ন করবো এবং প্রয়োজনে নতুন পরিকল্পনা গ্রহণ করবো।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর্জা ফরিদুল ইসলাম শিপলু। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু। কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আখতার হোসেন জোয়ার্দার, সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি রাফিতুল্লাহ মহলদার, সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু, যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান মুক্ত, সাংগঠনিক সম্পাদক সোহেল মালিক সুজন, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি ইকরামুল হক ইকরা, যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা কৃষক দলের আহ্বায়ক মোকাররম হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক  সাইফুর রশীদ ঝন্টু, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মোকাররম হোসেন, জেলা কৃষক দলের সদস্য সচিব ও বাড়াদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোবারক হোসেন, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম।

এছাড়াও জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদসহ চুয়াডাঙ্গা সদর উপজেলা, আলমডাঙ্গা উপজেলা, চুয়াডাঙ্গা পৌর এবং আলমডাঙ্গা পৌর বিএনপির সকল ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা কর্মসূচিতে উপ¯ি’ত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *