মেহেরপুর অফিস
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মেহেরপুর জেলা কমান্ড ইউনিটের এডহক কমিটির আহবায়ক হলেন গাংনী উপজেলার সাবেক কমান্ডার শামসুল আলম সোনা। মুক্তিযোদ্ধাদের সংগঠিত এবং তাদের পাশে থাকা শাসমুল আলম সোনাকে আহবায়ক করে জেলা ও উপজেলা পর্যায়ে কমিটি গঠন করবে কেন্দ্রীয় সংসদ।
দেশের বিভিন্ন জেলায় আহবায়ক কমিটি নিয়ে নানা জটিলতা সৃষ্টি হয়েছে। এসব পার করে শামসুল আলম আহবায়ক হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন বার্তায় ভাসছেন। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কাউন্সিলের আহবায়ক ও সদস্য সচিব স্বাক্ষরিত এ জেলা ইউনিট কমান্ডের এডহক কমিটির সদস্য মোট ১১ জন। এর মধ্যে একজন করে আহবায়ক, যুগ্ম আহবায়ক ও সদস্য সচিব এবং বাকি ৮ জন সদস্য। যুগ্ম আহবায়ক বীর মুক্তেযোদ্ধা সিরাজুল ইসলাম মল্লিক ও সদস্য সচিব রায়হানুল কবির। সদস্যরা হলেন- বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান, কামাল উদ্দীন, আঃ রশিদ, মোজাম্মেল হক, সাবদার আলী, মাহাবুল হক, গরুদাস হালদার ও জামিন উদ্দীন।