মেহেরপুরে স্বামী-স্ত্রীসহ তিন মাদককারবারি আটক  ১৪০ বোতল ফেনসিডিল উদ্ধার

মেহেরপুর অফিস

মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের দক্ষিণ শালিখা গ্রামে মাদক বিরোধী অভিযানে ১৪০ বোতল ফেনসিডিলসহ তিন মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

আটকৃতরা হলো- দক্ষিণ শালিখার পিয়াদা পাড়ার মৃত গোলাম শেখের ছেলে হাফিজুল হক (৫০), তার স্ত্রী চাইনা খাতুন (৪৫) এবং একই গ্রামের ক্লাব পাড়ার ওজদুল ঘটকের ছেলে চাঁদ আলী (৩৮)।

জেলা মাদকদ্রব্যনিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথ জানান, স্বামী-স্ত্রী মাদক কেনাবেচা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে হাফিজুল হকের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় খাটের নিচ থেকে ১৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। অপরদিকে চাঁদ আলীর বাড়িতে অভিযান চালিয়ে তার কোমর থেকে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *