ডিঙ্গেদহ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বাল্যবিয়ে প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

পদ্মবিলা প্রতিনিধি

চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়ন পরিষদের উদ্দোগে ডিঙ্গেদহ  মাধ্যমিক বালিকা বিদ্যালয় হলরুমে বাল্য বিয়ে প্রতিরোধে মতবিনময় সভা অনুষ্ঠিত হয়। প্রতিপাদ্য বিষয় ছিল ‘বাল্য বিবাহ বন্ধ করুন, শিশুর ভবিষ্যৎ রক্ষা করুন’। গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় এ সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকলেছুর রহমানের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শংকরচন্দ্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউল আলম সুজন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠিতা সদস্য শংকরচন্দ্র ইউনিয়ন বিএনপির সহসভাপতি আব্দুল হাই, পল্লী উন্নয়ন সংস্থা পাস এর নির্বাহী পরিচালক ও বিদ্যালয়ের প্রতিষ্ঠিতা সদস্য ইলিয়াস হোসেন, ইউপি সদস্য দুলু মিয়া, টোকন মিয়া, ইউনিয়ন বিএনপির সহসভাপতি আলমগীর হোসেন, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি রুহুল আমিন। আরো বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষক বাবুল হোসেন,  মাহবুবর রহমান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *