আলমডাঙ্গায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান

আলমডাঙ্গা অফিস

আলমডাঙ্গা উপজেলায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ‘পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপি’- এর আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩৪ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলা ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এ সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়। সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোছাঃ দিল আরা  চৌধুরী।

তিনি তার বক্তব্য বলেন, আজকের এই সংবর্ধনা তোমাদের পরিশ্রম, অধ্যবসায় ও স্বপ্নের স্বীকৃতি। শিক্ষক হিসেবে আমি গর্বিত, কারণ তোমাদের মধ্যে আমি আগামীর নেতৃত্ব দেখতে পাই। এই অর্জন হোক ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। নিজেদের উপর বিশ্বাস রাখো, নিয়মিত শেখো, এবং সমাজ ও দেশের জন্য ভালো কিছু করার চেষ্টা চালিয়ে যাও। তোমাদের জন্য রইল শুভকামনা ও ভালোবাসা।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আশীষ কুমার বসু। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আগামীতেও সকল পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের জন্য প্রচেষ্ঠা অব্যাহত রাখতে হবে। মেডিকেল ইঞ্জিনিয়ারিং ও ইউনিভার্সিটিতে অধ্যয়ন করে  আদর্শ ও কর্মনিষ্ঠ জীবন গঠন করতে হবে।

সবশেষে আজকের অনুষ্ঠানের সফল আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর মোহাম্মদ মফিজুর রহমান, উপজেলা মাধ্যমে শিক্ষা অফিসার জিয়াউল হক, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মোহাম্মদ মুস্তাকিন বিল্লাহ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইলিয়াছ হোসেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার ইমরুল হকের পরিচালনায় বক্তব্য রাখেন বেলগাছি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মামুন রেজা, পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম, বেলগাছি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম, অভিভাবক আব্দুর রাজ্জাক কৃতি শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন তাফরিন আক্তার তিয়া, নাবিফ হাসনাত।

অনুষ্ঠানে ২০২২ ও ২৩ সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী ক্যাটাগরিতে আলমডাঙ্গা উপজেলার ১৪টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ নম্বর ও গ্রেড পাওয়ায় ৩৪ শিক্ষার্থীকে ক্রেস্ট, সার্টিফিকেট ও আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কৃতি শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *