পদ্মবিলা প্রতিনিধি
বাবা মায়ের ওপর অভিমান করে ঘাস পোড়া বিষ পান করে দীর্ঘ ২৯ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে হোসাইন (১১)নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। জানা গছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ভুলটিয়া সিকির পাড়ার, সুকচান মন্ডলের ছেলে হোসাইন (১১), ২৯ দিন আগে বাবা মায়ের সাথে অভিমান করে ঘাস পুড়া বিষ পান করে। দীর্ঘ ২৯ দিন চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার সকাল ১০ টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুর খবর গ্রামে পৌছালে এলাকার বাতাস ভারী হয়ে ওঠে। ছেলেকে হারিয়ে বাবা মা দিশেহারা হয়ে পড়েছেন।