স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গার কুশোডাঙ্গা গ্রামের রমজানের গাঁজার ব্যবসা রমরমা হয়ে উঠেছে। জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা সদরের পদ্মবিলা ইউনিয়নের কুশোডাঙ্গা গ্রামের মৃত ফরমান আলীর ছেলে রমজান আলী দীর্ঘদিন ধরেই গাঁজা, ইয়াবার ব্যবসা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে হরহামেশাই করে আসছে। প্রতিদিন দুরদুরান্ত থেকে অসংখ্য ক্রেতা রমজানের বাড়িতে ভিড় জমাচ্ছে গাঁজা, ইয়াবা নিতে। গ্রামের লোকজন রমজানের বিরুদ্ধে কেউ সাহস করে কথা বলতে পারেনা। প্রতিদিন সকাল থেকে গভীর রাত অবধি রমজানের বাড়িতে চলে গাঁজা বিকিনি। জনশ্রুতি রয়েছে রমজান এলাকায় পাইকারি এবং খুচরা বিক্রি করে। প্রত্যন্ত অঞ্চলে মোটরসাইকেল যোগে গন্তব্যে স্থানে পৌছিয়ে দিয়ে আসেন। মোমিনপুর ইউনিয়নের কাথুলি,শরিষাডাঙ্গা, নাগদাহ এলাকায় রয়েছে তার নেটওয়ার্ক। এলাকাবাসী জানান, রমজানের বাড়িতে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে জুয়াড়িরা আসা যাওয়ার কারনে এলাকায় চুরি ছিনতাই হচ্ছে। বিষয়টির দিকে চুয়াডাঙ্গা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার ভুক্তভোগী জনসাধারণ।