আলমডাঙ্গা অফিস
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আলমডাঙ্গা পৌর শাখার উদ্যোগে অগ্রসর কর্মীদের নিয়ে এক শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার পৌর জামায়াত কার্যালয়ে আয়োজিত এই দিনব্যাপী শিবিরে আদর্শিক ও সাংগঠনিক নানা দিক নিয়ে আলোচনা করা হয়।
পৌর আমীর ও জেলা শূরা সদস্য মাহের আলীর সভাপতিত্বে শিবিরটি পরিচালিত হয়। সঞ্চালনায় ছিলেন পৌর সেক্রেটারি মসলেম উদ্দিন। প্রধান অতিথি ছিলেন, চুয়াডাঙ্গা জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও সমাজকল্যাণ বিভাগের সভাপতি আলতাফ হোসেন।
শিবিরে আরও উপস্থিত ছিলেন, পৌর জামায়াতের নায়েবে আমীর মাওলানা জুলফিকার আলী, কুমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদের, পৌর কর্মপরিষদ সদস্য আশকার আলী, নিজাম উদ্দিন ও মোরারেশ হোসেন।
শিক্ষা শিবিরে আদর্শিক চেতনা, আত্মশুদ্ধি, দায়িত্ববোধ এবং সমাজ পরিবর্তনের প্রত্যয় তুলে ধরে কর্মীদের মাঝে দিকনির্দেশনা ও অনুপ্রেরণা দেওয়া হয়। বক্তারা বলেন, একটি ইনসাফভিত্তিক সমাজ গঠনের জন্য আদর্শিক প্রস্তুতির বিকল্প নেই। শিবির শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত হয়।