আলমডাঙ্গা অফিস
এসএমজে ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন ২০২৫ সফলভাবে সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এসএমজে ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর আয়োজনে অনুষ্ঠিত ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন ২৫ সফলভাবে সম্পন্ন হয়েছে।
বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, সচেতনতামূলক বার্তা ও পারস্পরিক সহানুভূতির মধ্য দিয়ে এই আয়োজন এক মানবিক উৎসবে রূপ নেয়। শতাধিক শিক্ষার্থী ও সাধারণ মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। হাটবোয়ালিয়ার শিক্ষার্থী ও সুধীসমাজের সক্রিয় উপস্থিতিতে আয়োজনটি হয়ে ওঠে প্রাণবন্ত ও উৎসবমুখর।
ক্যাম্পেইনের সার্বিক সহযোগিতায় ছিলেন বাঁধন চুয়াডাঙ্গা সরকারি কলেজ ইউনিট এবং বাংলাদেশ মানবাধিকার কমিশন, আলমডাঙ্গা উপজেলা শাখা। এই ক্যাম্পেইন ঘিরে আয়োজকদের পাশাপাশি অংশগ্রহণকারীরাও নিজেদের অভিজ্ঞতা ও অনুভূতি প্রকাশ করেন।
এসএমজে ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি মতিউর রহমান স্বাধীন বলেন, আমরা বিশ্বাস করি, ছোট ছোট উদ্যোগই পারে সমাজে বড় পরিবর্তন আনতে। রক্তের গ্রুপ জানা প্রতিটি নাগরিকের জন্য গুরুত্বপূর্ণ এই বার্তা পৌঁছে দিতেই আমাদের এ ক্ষুদ্র প্রচেষ্টা। হাটবোয়ালিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা বলেন, আমার আগে কখনো রক্তের গ্রুপ জানা ছিল না। আজকের ক্যাম্পেইন শুধু উপকারই করেনি, স্বাস্থ্য নিয়ে সচেতনও করেছে।
সহযোগী সংগঠন বাঁধনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মিকাইল হোসেন বলেন, মানবিক কাজে আমরা সবসময় পাশে থাকতে চাই। রক্তের গ্রুপ নির্ণয় শুধু একটি টেস্ট নয়, এটি জরুরি মুহূর্তে জীবন রক্ষার মাধ্যম।
বাংলাদেশ মানবাধিকার কমিশন, আলমডাঙ্গা উপজেলা শাখার একজন প্রতিনিধি বলেন, এমন তরুণদের উদ্যোগ দেখে আমরা আশাবাদী। সমাজের প্রতি দায়িত্ববোধ থেকেই এই আয়োজন এটি অত্যন্ত প্রশংসনীয়।
আয়োজকরা জানান, এসএমজে ওয়েলফেয়ার ফাউন্ডেশন ভবিষ্যতেও ধারাবাহিকভাবে এই ধরনের জনকল্যাণমুখী কর্মসূচি গ্রহণ করে সামাজিক পরিবর্তনে ভূমিকা রাখতে চায়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হাটবোয়ালিয়া স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মতিউল হুদা, হাটবোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শরিফুজ্জামান লাকিসহ স্হানীয় শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের প্রধান শিক্ষকবৃন্দ, শিক্ষক-কর্মচারীবৃন্দ,বাংলাদেশ মানবাধিকার কমিশন আলমডাঙ্গার সভাপতি আল আমিন হোসেন, বাঁধন, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ইউনিটের সভাপতি রাসেল, সমাজসেবক জাহিদ হাসান, ফাউন্ডেশনের সহ-সভাপতি শাওন হোসেন,কে এম মোর্তুজা আহমেদসহ সহস্রাধিক শিক্ষার্থীসহ এলাকাবাসী।