জীবননগর পাইলট হাইস্কুল প্রাক্তন শিক্ষার্থী পরিষদের গাছের চারা বিতরণ

জীবননগর অফিস

জীবননগর পাইলট হাইস্কুল প্রাক্তন শিক্ষার্থী পরিষদের উদ্যোগে গাছের চারা বিতরণ করা হয়। চারা বিতরনের পূর্বে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত শিক্ষার্থীদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে জীবননগর পাইলট হাইস্কুলে বিশেষ দোয়া ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, জীবননগর পাইলট হাইস্কুল প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আহবায়ক আমিন উদ্দীন, স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেবেকা সুলতান, বিদ্যালয় পরিচলনা পরিষদের সভাপতি হাসানুজ্জামান, শিক্ষিকা আলিমা খাতুনসহ স্কুলের শিক্ষকবৃন্দ, প্রক্তন শিক্ষার্থী পরিষদের সদস্য কালের কন্ঠের জীবননগর প্রতিনিধি জহিরুল ইসলাম, প্রভাষক আমিনুল ইসলাম তারেক, প্রভাষক আরেফিন মিয়া, মশিউর রহমান, শরিফুল ইসলাম উজ্জল, সফিকুল ইসলাম, মাহাবুবুর রহমান, নজরুল ইসলাম,তানজির বিদ্যুৎ প্রমুখ। প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আহবায়ক আমিন উদ্দীন জানান,জীবননগর পাইলট হাইস্কুলের শিক্ষার্থীদের মাঝে ঔষধি ও ফলজ গাছের ৪০০শত চারা বিতরণ করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *