স্টাফ রিপোর্টার
অবৈধভাবে ভারতে যাওয়ার ২ বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে। গতকাল বুধবার বিজিবি এক অভিযান চালিয়ে ২ জনকে আটক করে। এছাড়াও পৃথক আরো ৪টি অভিযান চালিয়ে যৌন উত্তেজক ট্যাবলেট, ফেন্সিডিল ও কীটনাশক উদ্ধার করা হয়।
৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, গতকাল বুধবার বেলা ১১টার দিকে বাঘাডাংগা বিওপি’র সীমান্ত পিলার-৬০/৪১-আর কাছ থেকে বাংলাদেশের অভ্যন্তরে বাঘাডাংগা গ্রামে নায়েক অখিল চন্দ্র হাজরার নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার সময় ২ জনকে আটক করা হয়। এদের ১ জন পুরুষ ও ১ জন নারী। আটক পুরুষ জামালপুর জেলার তিরুথা গ্রামের ইয়াকুব আলীর ছেলে ছামিউল হক (৩৮)।
অপরদিকে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে জীবননগর উথলী বিওপি’র মেইন পিলার-৭৩/১-এস হতে ২.৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে মনোহরপুর গ্রামের মাঠের আমবাগানে হাবিলদার মোঃ ফারুক হোসেন এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৪০০ পিচ ভারতীয় ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই দিন রাত ৯টার দিকে জীবননগর মাধবখালী বিওপি’র মেইন পিলার-৭১/৫-এস হতে ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ধোপাখালী গ্রামের মোঃ খোকনের আম বাগানের মধ্যে হতে নায়েক মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ১০০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। একই দিন সন্ধ্যা ৬টার দিকে জীবননগর রাজাপুর বিওপি’র মেইন পিলার-৭১/১-এস হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হালদারপাড়া গ্রামের মোঃ মনিরের আম বাগানের মধ্যে হতে হাবিলদার মোঃ আব্বাস আলীর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৭২ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। জীবননগর গয়েশপুর বিওপি’র পিলার-৬৮/৪-এস হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গয়েশপুর গ্রাম হতে নায়েক মোঃ মামুন শরিফের নেতৃত্বে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ১৫ বোতল কীটনাশক (ঢ়ষধহড়ভরী ১০০সষ) উদ্ধার করা হয়।