চুয়াডাঙ্গা সদর হাসপাতালে উন্নতমানের ১৩টি ট্রলি প্রদান

স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রোগীদের উন্নত, দ্রুত ও সুশৃঙ্খল সেবা প্রদান নিশ্চিতের লক্ষ্যে ১৩টি উন্নতমানের ট্রলি প্রদান করেছে সদর উপজেলা প্রশাসন। গতকাল বুধবার বেলা ১১ টার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম সদর হাসপাতাল কর্তৃপক্ষের নিকট ১৩ টি উন্নত মানের ট্রলি হস্তান্তর করেন। এ সময় চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সার্বিক পরিস্থিতি দেখতে বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন। পরে হাসপাতালের তত্ত্বাবধায়কের কক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, চুয়াডাঙ্গা সদর হাসপাতালটি ৫০ শয্যা বিশিষ্ট এবং ২৫০ শয্যার অবকাঠামগত নির্মাণ প্রায় হয়ে গেছে। কিন্তু জনবল সংকটের কারণে কার্যক্রম এখনও চালু হয়নি। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্রায়ই দেখা যায় রোগীরা বারান্দাতেও অবস্থান করে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া ১৩ টি টলি রোগীদের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। হাসপাতালের চিকিৎসা নিতে আসা রোগীদের সুবিধার্থে কাজ করবে জেলা  প্রশাসন।

উক্ত আলোচনা সভায় হাসপাতালের সার্বিক সেবা উন্নয়ন ও রোগীবান্ধব পরিবেশ সৃষ্টির উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া বিশেষভাবে হাসপাতালের সামনের সড়কে যানজট নিরসন, চিকিৎসা সেবার মানোন্নয়ন এবং রোগীদের জন্য আধুনিক ও উন্নত সুযোগ-সুবিধা নিশ্চিতকরণের বিষয়ে মতবিনিময় করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এম. সাইফুল্লাহ, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ বিদ্যুৎ কুমার বিশ্বাস, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. সিরাজুল ইসলাম মনি, জুনিয়র কনসালটেন্ট ডাঃ এহসানুল হক তন্ময়, ডা. হাসানুজ্জামান, শিশু কনসালটেন্ট ডা. মাহাবুবুর রহমান মিলন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীগণ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *