আলমডাঙ্গায় পুলিশের অভিযানে ৮জন গ্রেপ্তার

আলমডাঙ্গা অফিস

আলমডাঙ্গায় পুলিশের অভিযানে ৮জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এঁদের মধ্যে পরোয়ানাভুক্ত, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ বিভিন্ন মামলার আসামি রয়েছেন। গত মঙ্গলবার রাতে আলমডাঙ্গা থানা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।

আলমডাঙ্গা থানা পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছে, হাকিমপুর গ্রামের আনিসুর রহমানের ছেলে রিপন আলী(৩৫), ভালাইপুর মাঠপাড়ার মৃত মোজাম্মেল হকের ছেলে ফারুক হোসেন (৩৫), বলেশ্বরপুর সর্দার পাড়ার আজিজুল মণ্ডলের ছেলে জামিরুল ইসলাম(৪২), বক্সীপুর গ্রামের আতিয়ার রহমানের ছেলে সুজন আলী (৩৪), রাধিকাগঞ্জ গ্রামের শাহাজাহানের ছেলে সোহেল মিনহাজ (৩৫), গোবিন্দপুর মণ্ডলপাড়ার মোসলেম আলীর স্ত্রী কুলছুম খাতুন (২৮), ভাংবাড়ীয়া গ্রামের টুটুল আলী স্ত্রী চম্পা খাতুন (৩০), ভেদামারি গ্রামের মৃত গোলাম রহমানের ছেলে মিনহাজ উদ্দিন (৬৬)।

৬আলমডাঙ্গা থানার অফিসার ইনর্চাজ (ওসি) মাসুদুর রহমান বলেন, গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। থানার নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *