চুয়াডাঙ্গা কৃষি ব্যাংকের এজিএম শামিম উদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ

আলমডাঙ্গা অফিস

বাংলাদেশ কৃষি ব্যাংক চুয়াডাঙ্গার আঞ্চলিক প্রধান এজিএম শামীম উদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে বাংলাদেশ ব্যাংকের রাজশাহী অফিসের নির্বাহী পরিচালক বরাবর অভিযোগ দায়ের করেছেন চুয়াডাঙ্গা আলমডাঙ্গা শাখার গ্রাহক ও হাটবোয়ালিয়া বাজারের ব্যবসায়ী।

অভিযোগ সুত্রে জানা গেছে, কয়েক বছর আগে মোঃ শামীম উদ্দিন আলমডাঙ্গা শাখার শাখা ব্যবস্থাপকদের দায়িত্বে থাকা কালীন সময়ে বিভিন্ন ধরনের স্বেচ্ছাচারিতার মাধ্যমে গ্রাহক হয়রানি করতেন। ঋণ বিতরণের ক্ষেত্রে তিনি কমিশন বাণিজ্য চালু করেছিলেন। আর তার এই কাজের সহযোগিতা করতেন অত্র শাখার ঋণ খেলাপি, প্রতারক, জোয়াচোর রকি বিশ্বাস। কথিত আছে রকি বিশ্বাস হিন্দু সম্প্রদায়ের হওয়ার সুবাদে ভারতের নাগরিকত্ব গ্রহণ করা আছে।

ভূক্তভোগি হাটবোয়ালিয়ার রমজান আলী জানান, শামীম উদ্দিন শাখা ব্যবস্থাপক থাকা কালীন রকি বিশ্বাসের মাধ্যমে ৮০হাজার টাকা আমার কাছ থেকে নিয়েছে। তিনি সে সময় আলমডাঙ্গা শাখায় ব্যাপকভাবে প্রভাব বিস্তার করেন। এই সময় শামীম – রকি চক্র আলমডাঙ্গা শাখায় চরম দুর্বৃত্তায়ন কায়েম করেছিল।

সোহেল হুদা জানান, রকি বিশ্বাসের মাধ্যম ছাড়া শামীম উদ্দিনের কাছে যাওয়া যেত না। শামীম-রকি সিন্ডিকেটৈর মাধ্যমে মঞ্জুরীকৃত ঋণের উপর ১০%- ৩০% টাকা কমিশন বাবদ কেটে রেখে ঋণ প্রদান করতেন। রকি আমার কাছ থেকে ম্যানেজারের নাম করে ৭ হাজার টাকা নেয়।

নগর বোয়ালিয়ার আসাদ বলেন, আমার কাছ থেকে ম্যানেজারের নাম করে রকি ৪০ হাজার টাকা নেয়। রোজি টেলিকমের মজিবুলের ছোট ভাই রনির কাছ থেকে ২ লাখ টাকার লোনের বিপরীতে ৪০ হাজার টাকা কেটে নেয় ।

এ বিষয়ে জানতে চাইলে এজিএম শামীম উদ্দিন বলেন, আমার উপর যে অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। রকি বিশ্বাস আমার নাম করে টাকা নেওয়ার বিষয়ে আমি অবগত নই। আমি আলমডাঙ্গা শাখা’য় সুনামের সহিত চাকরি করে এসেছি। একটি স্বার্থান্বেষী মহল আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *