বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে আলমডাঙ্গা প্রেসক্লাবে দোয়া

আলমডাঙ্গা অফিস

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে আলমডাঙ্গা প্রেসক্লাব। গতকাল বুধবার রাত ৮টার দিকে আলমডাঙ্গা প্রেসক্লাবে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি আলমডাঙ্গা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সিরাজুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। এই দুর্ঘটনা আমাদের সতর্ক করে দিয়েছে। আশা করি সরকার ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। তিনি আরো  বলেন, আমরা আহতদের জন্য দোয়া করে যাচ্ছি এবং তাদের সুস্থতা না হওয়া পর্যন্ত এই দোয়া অব্যাহত থাকবে। নিহতদের স্মরণে সাংবাদিক পরিবার গভীরভাবে মর্মাহত ও শোক প্রকাশ করেছে। সভার শুরুতে কোরআন তেলাওয়াতের মাধ্যমে দোয়া মাহফিলের আলোচনা সভায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা প্রেসক্লাবের আহ্বায়ক খন্দকার শাহ আলম মন্টু।

প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক বসিরুল আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন আহ্বাক কমিটির সদস্য আবুল কাশেম টুকু, মীর ফাহিম ফয়সাল, রিফাজ্জেল হোসেন, সিনিয়র সাংবাদিক জামশিদুল হক মুনি, সহকারী অধ্যাপক শেখ শফিউজ্জামান, রুনু খন্দকার, সৈয়দ সাজেদুল হক মুনি, সাহাবুল হক, কে এ মান্নান, মামুন কাইরুল, আতিক বিশ্বাস, এম জামিরুল ইসলাম, জাফর জুয়েল, সাহাবুল ইসলাম, শাকিব হাসান,সাইফুল ইসলাম উলু, মহসিনুজ্জামান চাঁদ, বিপ্লব হোসেন মাস্টার, রাজু আহমেদ প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা রুহুল আমিন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *