ডাউকিতে জামায়াতের যুব বিভাগের উদ্যোগে ফুটবল বিতরণ অনুষ্ঠানে অ্যাড মাসুদ পারভেজ রাসেল

আলমডাঙ্গা অফিস 

চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা  উপজেলার ডাউকি ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী ডাউকি ইউনিয়ন যুব বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী আয়োজন—ফুটবল বিতরণ অনুষ্ঠান।

গতকাল মঙ্গলবার(২২ জুলাই) বিকালে দুইটি ক্লাবের খেলোয়াড়দের মাঝে ফুটবল বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে ডাউকি ইয়াং স্টার ক্লাব ও বাদেমাজু বিনোদপুর যুব ক্লাব-এর মাঝে ফুটবল বিতরণ করা হয়। যুবকদের খেলাধুলার প্রতি উৎসাহিত করতে এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এই আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার সহকারী সেক্রেটারি এ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব বিভাগের সভাপতি শেখ নুর মোহাম্মদ হোসাইন টিপুজেলা অর্থ সম্পাদক কামাল হোসেনডাউকি ইউনিয়ন আমির সজিবুর রহমান এবং ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিবর্গ।

প্রধান অতিথি মাসুদ পরভেজ রাসেল বক্তব্যে বলেন,“মাদকের ভয়াবহতা আজ সমাজের সর্বত্র। যুব সমাজকে এই ভয়াবহতা থেকে রক্ষা করতে হলে সুস্থ ও গঠনমূলক বিনোদনের ব্যবস্থা করতে হবে। ফুটবল খেলা বা অন্য যে কোনো খেলাধুলা যুবকদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মাদক থেকে দূরে থেকে যদি আমরা মেধা ও মননে উন্নত একটি প্রজন্ম তৈরি করতে পারি, তাহলে তারা ভবিষ্যতে দেশের অমূল্য সম্পদে পরিণত হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাউকি ইউনিয়ন যুব বিভাগের সভাপতি জনাব মোখলেছুর রহমান মুকুল
অনুষ্ঠানে অংশগ্রহণকারী ক্লাবের সদস্যরা ফুটবল পেয়ে আনন্দ প্রকাশ করেন এবং ভবিষ্যতে সমাজ গঠনে অবদান রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানটি এলাকায় ইতিবাচক সাড়া ফেলে এবং স্থানীয় যুবকদের মধ্যে উৎসাহ ও অনুপ্রেরণা যোগায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *