আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদের হলরুমে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। আইন-শৃঙ্খলা কমিটির সভায় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার বসু।
সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন ওসি তদন্ত আজগর আলি, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা এসএম মাহমুদুল হক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. নাজনীন সুলতানা কনা, উপজেলা প্রকৌশলী তাওহীদ আহমেদ, ইউপি চেয়ারম্যান মিনাজ উদ্দিন বিশ্বাস, আলহাজ শেখ আশাদুল হক মিকা, এমদাদুল হক মুন্সি, প্যানেল চেয়ারম্যান মাহবুর রহমান মহাবুল, মেহেরাজ হোসেন, আহসান হাবীব, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম আওয়াল, মহিলা বিষয়ক কর্মকর্তা মাকছুরা জান্নান, সমবায় কর্মকর্তা মমতা বানু, সহকারি শিক্ষা অফিসার শাহাজাহান রেজা, জনস্বাস্থ্য সহকারি প্রকৌশলী আব্দুর রশিদ, মৎস্য সম্প্রসারন কর্মকর্তা আব্দুস সাত্তার প্রমুখ। সভার শুরুতে ঢাকাতে বিমান দুর্ঘটনায় আহত ও নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।