দর্শনা অফিস
বাংলাদেশ জামায়াতে ইসলামীর চুয়াডাঙ্গা জেলা আমীর রুহুল আমিন বলেছেন- সোমবার মাইলস্টোন স্কুলে দূর্ঘটনার সংবাদ শুনে সহযোগীতা করতে সবার আগে আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান ছুটে গিয়েছিলেন, অথচ সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা নিয়ে এক শ্রেণীর মানুষ ট্রল করছে। তাদের মনে করিয়ে দিতে চাই এর আগে যখন ফেনীতে বন্যা হয়েছিল সবার আগে আমীরে জামায়াত গেছেন, যখন লঞ্চ দূর্ঘটনা হয়েছে সেখানে সবার আগে তিনি গেছেন, যখন হিন্দু পরিবারের উপর হামলা হয়েছে সবার আগে তিনি গেছেন এবং আমাদের বলেছেন প্রতিটি মন্দির পাহারা দিতে। আমরা ছবি উঠার জন্য এসব করিনা। আমীরে জামায়াত লোক দেখানোর জন্য এসব করেননা।

মাইলস্টোন ট্রাজেডির পর আমীর জামায়াত উত্তরা আধুনিক হাসপাতাল কতৃপক্ষকে বলেছেন- আমরা ২৪ ঘন্টা দাড়িয়ে আছি আপনাদের সাহায্য করার জন্য, ৫০ লক্ষ টাকা সাথে সাথে দিয়েছেন এবং ইবনে সিনা থেকে ১৪ টি ও ইসলামী ব্যাংক হাসপাতাল থেকে ৪টি মোট ১৮ চিকিৎসকের টিম পাঠিয়েছেন। তোমরা যারা ট্রল করো তোমরা কি করেছো? তোমাদের রক্তও নেয়া যায়না, কারন তোমরা গাজা খেয়ে পড়ে থাকো। অন্য দলের লোকও আমাদের কাছে ছুটে আসে বলে আমার মায়ের জন্য একটু শিবিরের ছেলেদের রক্ত নিতে চাই, কারন তারা নামাজী ও নিরাপদ। যারা আল্লাহর জন্য রাজনীতি করে তাদের সাথে লড়তে এসে কোন লাভ নেই, আমাদের সাথে লড়তে এসে শেখ হাসিনা নিষিদ্ধ করেছিল, এখন সে নিজেই নিষিদ্ধ হয়ে ভারতে পালিয়েছে। আমাদের উপর হামলা হয়েছে, মামলা হয়েছে, ঘরে শুতে পারিনি, আম বাগানে ভুট্টা ক্ষেতে শুয়েছি কিন্তু কেউ পাকিস্থানে যায়নি। কিন্তু আপনারা এমপি হয়েছেন, উপজেলা চেয়ারম্যান হয়েছেন হাটের টাকা, ঘাটের টাকা, চাকুরীর টাকা, কেরুর টাকা, প্রকল্পের টাকা, বাওড় হাওড় সব খেয়ে জনগনকে ফেলে ভারতে পালিয়েছেন। আমরা জামায়াতে ইসলামী এসবের বিপরীতে রাজনীতি করি আল্লার সন্তুষ্টি অর্জন ও মানুষের কল্যাণ সাধনের জন্য। এজন্য আপনারা সব দল দেখেছেন এবার জামায়াতকে ক্ষমতায় বসিয়ে একবার দেখেন আমরা কল্যানমুখী রাস্ট্র উপহার দিতে চাই। আলোচনা শেষে দোয় পরিচালনা করেন মাজলিসুল মুফাসিরিনের কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা আবু জার গিফারী।
গতকাল বাদ মাগরিব জামায়াতে ইসলামী দর্শনা পৌর শাখার উদ্যোগে হল্ট ষ্টেশন সংলগ্ন মার্কেটে ঢাকা উত্তরার মাইলস্টোন স্কুল এ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান দুর্ঘটনায় নিহতদের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দর্শনা পৌর নায়েবে আমীর গোলজার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় আরো বক্তব্য রাখেন- জেলা নায়েবে আমীর মাওলানা আজিজুর রহমান, জেলা সহকারী সেক্রেটারী মোঃ আব্দুল কাদের, দর্শনা থানা আমির মাওলানা রেজাউল করিম, সহকারী সেক্রেটারী জাহিদুল ইসলাম, পৌর সেক্রেটারী শাহরিয়ার আলম দবির প্রমুখ।
এর আগে জেলা আমীর ও চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী রুহুল আমিন দর্শনা পৌর এলাকার দর্শনা রেলবাজার, জয়নগর, চেকপোস্ট, ইশ^রচন্দ্রপুর মহল্লার বিভিন্ন স্থানে নেতাকর্মীদের সাথে নিয়ে ব্যাপক গণ সংযোগ করেন।