আলমডাঙ্গা পৌর এলাকায় কুকুরের উপদ্রবে অতিষ্ঠ জনজীবন

আলমডাঙ্গা অফিস

আলমডাঙ্গা শহরে বেওয়ারিশ কুকুরের উপদ্রব আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় পথচারী ও স্কুলগামী বাচ্চাদের পথ চলতে বিপদ হয়ে পড়েছে। ইতিপূর্বে পৌরসভার সহযোগিতায় সরকারি ভাবে উপজেলার বিভিন্ন ইউনিয়নে পর্যায়ক্রমে কুকুর নিধন অভিযান পরিচালনা করা হত।

কিন্তু কয়েক বছর পূর্বেই পৌরসভা কর্তৃক বেওয়ারিশ কুকুর নিধন কার্যক্রম বন্ধ আছে। যে কারনে পৌর এলাকায় সর্বত্র আশঙ্কাজনক হারে বেওয়ারিশ কুকুরের সংখ্যা ও উৎপাত দিন দিন বেড়েছে। কুকুরের অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে উঠছে। হাট, বাজার, রাস্তা ও বিদ্যালয়ের খোলা মাঠে অসংখ্য কুকুর ঝাঁক বেঁধে ঘুরে বেড়ায়। মাঝে মধ্যে স্কুলগামী শিশু বা পথচারী এমনকি গরু, ছাগলকেও কামড়ে আহত করে। এমনও দেখা যায় গৃহপালিত পশু পাখি ধরে খেয়ে ফেলছে। এ ব্যাপারে পৌর প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেছে এলাকাবাসী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *