চুয়াডাঙ্গায় কৃষি প্রযুক্তি সম্প্রসারণ কমিটির সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে জেলা কৃষি প্রযুক্তি সম্প্রসারণ কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার। সভায় জেলার কৃষি সম্প্রসারণ সংশ্লিষ্ট কর্মকর্তা, কৃষি বিশেষজ্ঞ এবং বিভিন্ন দপ্তরের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন। সভায় খরিপ-২/২০২৫-২৬ মৌসুমে আবাদ ও উৎপাদন পরিকল্পনা, আউশ ধান, পাট, সবজি ও অন্যান্য ফসলে মানসম্মত বীজ সরবরাহ, গবেষণা প্রণোদনা কার্যক্রম পর্যালোচনা, নতুন জাতের ফসল চাষে কৃষকদের উৎসাহ প্রদান, ইউনিয়ন কৃষি তথ্য সেবা সম্প্রসারণ এবং তদারকি কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

এছাড়াও, সভায় বারি সরিষা, টমেটো, পেয়ারা ও অন্যান্য ফল ও সবজির সম্ভাবনাময় জাত চাষাবাদ প্রসঙ্গে গুরুত্বপূর্ণ মতবিনিময় হয়। সভায় কৃষকদের সঠিক সময়ে সঠিক পরিমাণে সার ব্যবহারের গুরুত্ব তুলে ধরা হয় এবং এর জন্য সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

সভায় উপস্থিত ছিলেন, জেলা বিজ প্রত্যায়ন অফিসার নূরুল ইসলাম, পিএসও (অতিরিক্ত) ব্রি-কুষ্টিয়া মাসুকুর রহমান সরকার, হার্টিকালচারের এডিডি দেবাশীষ কুমার দাস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এডিডি কৃষ্ণ রায়, মিঠু চন্দ্র অধিকারী, যেন দেবাশীষ, চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি অফিসার আনিসুর রহমান, জীবননগর উপজেলার আলমগীর হোসেন, আলমডাঙ্গার রেহেনা পারভীন, দামুড়হুদার শারমিন আক্তার, বিএফএ প্রতিনিধি আকবর আলী, কৃষি বিপণন কর্মকর্তা শহিদুল ইসলাম, মাগুরা বিনা উপকেন্দ্রর ড. সুমন চৌহান এবং কৃষক প্রতিনিধি আব্দুল কাদির সোহান।

সভায় নতুন জাতের ফসল, উদ্ভাবনী প্রযুক্তি এবং আধুনিক কৃষিপদ্ধতির প্রসার ঘটিয়ে চুয়াডাঙ্গাকে একটি আধুনিক কৃষিনির্ভর জেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়। সভা শেষে উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার সকলকে ঐক্যবদ্ধভাবে কৃষি উন্নয়নে কাজ করার আহ্বান জানান।

তিনি বলেন, “সঠিক পরিকল্পনা, প্রযুক্তির ব্যবহার ও সমন্বিত প্রচেষ্টায় কৃষকের কল্যাণ নিশ্চিত করা সম্ভব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *