স্টাফ রিপোর্টার
মাইলস্টোন ট্রাজেডিকে কেন্দ্র করে ঘটে যাওয়া ঘটনার সঠিক সত্যতা প্রকাশ না করা, এইচএসসি পরীক্ষার্থীদের হয়রানি করায় চুয়াডাঙ্গার বিপ্লবী ছাত্র সমাজের আয়োজনে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে চুয়াডাঙ্গা সরকারী কলেজের সামনে বিপ্লবী ছাত্র সমাজের আয়োজনে এ অবস্থান কর্মসুচী গড়ে তোলা হয়। কর্মসুচীতে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গা জেলা শাখার সাবেক সদস্য সচিব সাফফাতুল ইসলাম, চুয়াডাঙ্গা সদর উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র মুশফিকুর রহিম, চুয়াডাঙ্গা সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী সালমান ফারসি, ফারদিন হাসান পিয়াস, তাসফিয়া তালুকদার, ফাতেমা আক্তার অন্নিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।
এ সময় ছাত্রনেতা সাফফাতুল ইসলাম বলেন, উত্তরা দিয়াবাড়ি বিমান দুর্ঘটনা যে সকল শিক্ষার্থীরা জীবন দিয়েছে তারা চির স্মরণীয় হয়ে থাকবে। জুলাইয়ের গণঅভ্যুত্থানে শিক্ষা ব্যবস্থার যে সংস্কার চাওয়া হয়েছিল বিগত এক বছরে দৃশ্যমান সেই সংস্কার হয়নি। এ সময় বক্তারা ৬ দফা বাস্তবায়নের জন্য অন্তবর্তী সরকারের প্রতি জোর দাবি জানান। এসময় শিক্ষার্থীরা ৬ দফার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে।
দাবি সমুহের মধ্যে রয়েছে, ১. নিহতদের সঠিক নাম ও তথ্য প্রকাশ করতে হবে, ২. আহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশ করতে হবে, ৩. শিক্ষকদের গায়ে সেনাবাহিনীর সদস্যদের হাত তোলা এই জঘন্য ঘটনার জন্য জনসমক্ষে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে, ৪. নিহত প্রতিটি শিক্ষার্থীর পরিবারকে বিমানবাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে, ৫. বিমানবাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ ও পুরোনো প্লেনগুলো বাতিল করে আধুনিক প্লেন চালু করতে হবে, ৬. বিমানবাহিনীর প্রশিক্ষণ পদ্ধতি ও প্রশিক্ষণ কেন্দ্র পরিবর্তন করে আরও মানবিক ও নিরাপদ ব্যবস্থা চালু করতে হবে।
তারা আরো বলে, গতকাল রাত ৩ টার সময় এইচএসসি পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়া হয়, এতে এইচএসসি পরীক্ষার্থীদের যে হয়রানি হতে হয়েছে তার দায়ভার শিক্ষা মন্ত্রণালয় কে নিতে হবে। এসময় শিক্ষার্থীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে কলেজ ক্যাম্পাস।