চুয়াডাঙ্গায় এনজিও বিষয়ক সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গায় এনজিও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০ টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। সভার শুরুতেই ২৬ জুন ২০২৫ মাসের এনজিও সমন্বয় কমিটির মাসিক সভার কার্যবিবরণী পাঠ করেন সহকারী কমিশনার আশফাকুর রহমান।

কার্যবিবরণীতে বলা হয়, গত জুন মাসে স্বাস্থ্য সেবা প্রদানকারী এনজিও সমূহকে রোগীর তালিকা প্রেরণ সহ সিভিল সার্জনের অনুমোদন নেওয়া এবং বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে চিকিৎসা করানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। প্রাথমিক ও বয়স্ক শিক্ষা কার্যক্রমে ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদানসহ সার্বিক কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে সরকার অনুমোদিত কারিকুলাম ব্যতীত অন্য কোন বই না পড়ানোর জন্য আলোচনা করা হয়। এনজিওসমূহের শিক্ষা কার্যক্রম সংক্রান্ত বিষয় জেলা শিক্ষা অফিসার ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কর্তৃক মনিটরিং করা প্রয়োজন। চুয়াডাঙ্গা জেলায় আত্মহত্যা প্রবণতা কমানোর জন্য নাটিকা বা পথ নাটিকার মাধ্যমে সমাজে আত্মহত্যার কুফল সম্পর্কে অবগত করা হয়। বাল্যবিবাহ রোধ সংক্রান্ত সকল বিষয়াদি আলোচনা হয়। নারীর ক্ষমতায়ন, নারী ও শিশু  নির্যাতন /পাচার প্রতিরোধ, ঋণ বিতরণ, পরিবার পরিকল্পনা, প্রতিবন্ধী কার্যক্রম, ধূমপান /তামাক বিরোধী কার্যক্রম, মানবাধিকার আইন, গ্রাম আদালত ইত্যাদি বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, বাল্যবিবাহ রোধ করতে সকল এনজিও কর্মীদের গ্রাম পর্যায়ে উঠান বৈঠক করতে হবে। কর্মীরা সঠিকভাবে দায়িত্ব পালন করছে কিনা সে বিষয়েও খতিয়ে দেখতে হবে। আর আত্মহত্যার বিষয়ে কোন সুনির্দিষ্ট কারণ ব্যতীত আত্মহত্যার সংখ্যাই বেশি। অনেক সময় ঋণের চাপ, পারিবারিক কলহ, বাল্যবিবাহ, অভাব অনটন এবং হতাশা এই সব কিছু মিলিয়েই একজন মানসিকভাবে বিপর্যস্ত হয়ে মানুষ আত্মহত্যার পর বেছে নেয়। তাদেরকে মোটিভেশন এর মাধ্যমে কিভাবে আত্মহত্যার প্রবণতা কমানো যায় সে বিষয়ে সকলকে গাইড করতে হবে। গ্রাম পর্যায়ে মনিটরিং করতে হবে। সভায় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার, চুয়াডাঙ্গা প্রেসক্লাব সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, ব্রাকের ডিস্ট্রিক ম্যানেজার, ওয়েভের উপ-পরিচালক জহির রায়হান, পাসের নির্বাহী পরিচালক ইলিয়াস হোসেনসহ বিভিন্ন এনজিও ও সংস্থার প্রতিনিধিগণ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *