স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা জামায়াতের মাসিক কর্মপরিষদ সভায় জেলা আমীর রুহুল আমিন বলেছেন তিনটি কারনে জুলাই মাস গুরুত্বপূর্ণ । এ মাসে স্বৈরশাসকের পতন হয়েছে, মুক্তভাবে রাজনীতি করতে পারা ও ঢাকায় ঐতিহাসিক জাতীয় সমাবেশ করতে পারা। গতকাল রবিবার বিকেল সাড়ে পাঁচটায় পৌর জামায়াতের কার্যালয়ে জেলা আমীর রুহুল আমিন উপরোক্ত মন্তব্য করেন।
সভায় উপস্থিত ছিলেন জামায়াতের জেলা নায়েবে আমীর মাওলানা আজিজুর রহমান, সেক্রেটারী এ্যাডভোকেট আসাদুজ্জামান, সহকারী সেক্রেটারী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। জেলা কর্মপরিষদ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিয়াউল হক, আলতাফ হোসেন, নূর মোহাম্মমদ হোসাইন টিপু, দারুস সালাম, মাসুম বিল্লাহ, মাহফুজুর রহমান, কাইমুদ্দিন হীরক, মাওলানা মহি উদ্দিন , ইসলাইল হোসেন ও অধ্যাপক খলিলুর রহমান।