চুয়াডাঙ্গায় গণঅভ্যুত্থান ২০২৪ উপলক্ষে জেলা কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচী

স্টাফ রিপোর্টার

গণঅভ্যুত্থান ২০২৪ উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচী পালন করেছে চুয়াডাঙ্গায় জেলা কৃষকদল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল রবিবার বেলা ১১ টায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বরে ওই কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কৃষকদলের আহ্বায়ক মোকাররম হোসেন।

প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর্জা ফরিদুল ইসলাম শিপলু, বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, জেলা কৃষকদলের সদস্য সচিব তবারক হোসেনসহ নেতাকর্মীরা।

এসময় জেলা কৃষকদলের আহ্বায়ক মোকাররম হোসেন বলেন, জেলার প্রতিটি ইউনিয়নে বৃক্ষরোপন করবে কৃষকদল। অন্তত ৫ হাজার গাছের চারা রোপন করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *