চুয়াডাঙ্গায় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ডেঙ্গু ও করোনা পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক, ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের টাইফয়েড ভ্যাকসিন দেওয়া হবে

স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গায় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০ ঘটিকায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জহিরুল ইসলাম। সভার শুরুতেই জুন ২০২৫ মাসের কার্যবিবরণী পাঠ করেন সহকারী কমিশনার আশফাকুর রহমান। কার্যবিবরণীতে বলা হয়, জেলা পরিষদ কর্তৃক ২০২৪-২০২৫ অর্থবছরে এডিবি খাতে বরাদ্দকৃত ৬ কোটি ২৭ লক্ষ টাকার মধ্যে ৬ কোটি ২২ লক্ষ টাকার ১৮৮ টি প্রকল্প মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়া গিয়েছে এবং বাস্তবায়ন কার্যক্রম চলমান আছে। জেলা খাদ্য বিভাগ কর্তৃক ১২ হাজার ৭৫৩ মেট্রিক টন চাল মজুদ আছে। শিক্ষা প্রকৌশল বিভাগের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মেরামতের জন্য ৪ কোটি ৬০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়াও স্বাস্থ্য বিভাগ, পৌরসভা, উপজেলা পরিষদ, গণপূর্ত বিভাগ, সড়ক ও জনপথ বিভাগ,পানি উন্নয়ন বোর্ড, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরসহ মোট ৩৯ টি সরকারি দপ্তরের কর্মকান্ডের উপর আলোচনা করা হয় এবং বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়।

এ সময় বক্তব্য রাখেন বন বিভাগের রেঞ্জ অফিসার রকিবুল ইসলাম। তিনি বলেন ভৈরব নদী ও নবগঙ্গা নদীর দুই পাড়ে মোট ২৫ কিলোমিটার জায়গায় ২৫ হাজার গাছের চারা রোপণ করা হয়েছে। প্রচন্ড বৃষ্টিতে নবগঙ্গা নদীর পানি বৃদ্ধি পেয়ে কিছু চারা নষ্ট হয়েছে। গাছ লাগানোর প্রথম দুই বছর পর ১০% গাছের চারা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তবে আমরা লোকবল দিয়ে এ গাছগুলো পরিচর্যা করি।

বিআরটি এ পরিদর্শক নজরুল ইসলাম বলেন সরকার কর্তৃক নির্দেশিত সরকারী/বেসরকারি ২০ বছরের অধিক ব্যবহৃত বাস ও ২৫ বছরের অধিক ব্যবহৃত ট্রাক এখন থেকে সড়কে চলাচলকরতে পারবে না। এটি আজ থেকেই কার্যকর হবে। প্রাইভেট কার এর অন্তর্ভুক্ত হবে না। এ নির্দেশ অমান্য করলে সরকার আইনগত ব্যবস্থা গ্রহন করবেন। জেলা সঞ্চয় অফিসার নজরুল ইসলাম বলেন ২০২৪-২০২৫ অর্থবছরের সঞ্চয়ী টার্গেটের ৮৭ কোটি টাকার মধ্যে ৫৩ কোটি টাকার সঞ্চয়পত্র বিক্রি হয়েছে। যা মোট টার্গেটের ৬১. ১৪ শতাংশ। এখন থেকে প্রতি ৬ মাস অন্তর অন্তর সঞ্চয়পত্রের মূল্যহার নির্ধারন করার সিদ্ধান্ত গ্রহন করেছে সরকার।

জেলা রেজিষ্ট্রার লোকমান হোসেন বলেন, জুন মাসে ৭ কোটি ২৮ লক্ষ ৩৭ হাজার ৭৪ টাকা রাজস্ব আদায় হয়েছে। ২ হাজার ৭৭৯ খানা দলিল রেজিস্ট্রি করা হয়েছে।  স্তাবর সম্পত্তি হস্তান্তর করে ২ কোটি ৪৬ লক্ষ ৯৩ হাজার ৫৩০ টাকা আদায় করা হয়েছে।

উন্নয়ন সমন্বয় কমিটির সভায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজিব হাসান কচি বলেন, গত সভায় উল্লেখিত সকল কাজ সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় সবাইকে ধন্যবাদ জানান। তিনি বলেন পৌরসভার উদ্যোগে বেওয়ারিশ গরুর আনাগোনা কমানো গেলেও রাস্তায় কুকুরের উপদ্রব খুব বেড়েছে। কুকুররা রাতে খুবই আক্রমণাত্মক হয়ে ওঠে এর দ্বারা মানুষ আক্রান্ত হতে পারে।

এ সময় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ বলেন, চুয়াডাঙ্গা রেলগেটের নিচের আন্ডারপাসটি পানি জমে যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। প্রেসক্লাবের সামনে পানি নিষ্কাশনের ড্রেনের ঢাকনাটি ভেঙে যাওয়ায় পথচারীরা দুর্ঘটনার স্বীকার হতে পারেন। এটি মেরামত করানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

সমন্বয় কমিটির সভায় সিভিল সার্জন ডাঃ হাদী জিয়াউদ্দিন আহমেদ বলেন, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের অ্যানেস্থেশিয়া কনসালটেন্ট নিয়ে আমরা প্রকৃতপক্ষেই কোন অগ্রগতি করতে পারিনি। আমরা স্বাস্থ্য অধিদপ্তরকে বলেছি, এখানে একটি মেডিকেল অফিসারের পোস্ট খালি আছে সেখানে অন্তত একজন এনেস্থেসিয়া কনসালটেন্ট না হলেও একজন প্রশিক্ষিত মেডিকেল অফিসার দিলেও আমরা ইমার্জেন্সি ম্যানেজ করতে পারি। আর সামনে আমাদের একটি ন্যাশনাল ক্যাম্পেইন হবে টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন। এখানে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের টাইফয়েড ভ্যাকসিনের একটি ডোজ দেওয়া হবে। মোট ৩ লক্ষ ১০ হাজার জনকে এই ভ্যাকসিন দেওয়া হবে। আমাদের প্রশিক্ষণ কর্মসূচি আগামী ২১ তারিখ থেকে শুরু হবে এবং পরবর্তীতে ১লা সেপ্টেম্বর আমরা এই প্রোগ্রামটা সারা দেশব্যাপী একসাথে পালিত হবে। এছাড়া ডেঙ্গু পরিস্থিতি ও করোনা পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক আছে। একটি ভালো সংবাদ হচ্ছে শুধু ডাক্তারদের ৪৮ তম বিসিএস এর প্রিলিমিনারি শেষ হয়েছে, হয়তো আগামী নভেম্বর-ডিসেম্বর মাসের মধ্যেই উপজেলা পর্যায়ের মেডিকেল অফিসার পেয়ে যাব বলে আমরা আশাবাদী।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জহিরুল ইসলাম। তিনি বলেন, চুয়াডাঙ্গা ঝিনাইদহ মহাসড়কের সংস্কারের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে। চুয়াডাঙ্গায়  কৃষি পণ্যের উৎপাদন বাড়াতে হবে। যেমন তিল, মুগডাল, সবজি, হলুদ ও পাট চাষে কৃষকদের আগ্রহী করে তুলতে হবে। চুয়াডাঙ্গায় জুলাই শহীদদের স্মৃতিতে একটি স্মৃতিস্তম্ভ তৈরি করা হচ্ছে। অবকাঠামোর কাজ প্রায় সম্পন্ন হয়ে গেছে। মূল স্তম্ভ ঢাকা থেকে পাঠিয়ে দেবে। তারপরে আমরা সাথে সাথে এটি ইনস্টল করে ফেলব। আগামী ৫ তারিখের মধ্যেই স্মৃতিস্তম্ভের নির্মাণ কাজ সম্পন্ন করে সকলেই ৫ তারিখে শ্রদ্ধা নিবেদন করব।

এছাড়াও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মহাসীন আলী, জেলা মৎস্য অফিসার আবুল কালাম আজাদ, সওজের উপবিভাগীয় প্রকৌশলী মোঃ সুজাত আলী, ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী আহসান হাবিব,  ছাত্রনেতা সজিবুর রহমান, সাংবাদিক মেহেরাবিন সানভি প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার এম সাইফুল্লাহ, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার তিথি মিত্র, জীবননগর উপজেলা নির্বাহী অফিসার আল আমিন, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম,  চুয়াডাঙ্গা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ বিদ্যুৎ কুমার বিশ্বাস, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক বেলাল হোসেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা দীপক কুমার পাল, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফ হোসেন, কৃষি বিপনন কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা খাদ্য কর্মকর্তা হাসান আলী, ওষধ প্রশাসনের কর্মকর্তা জামিল হোসেন, পাসপোর্টের উপ-সহকারি পরিচালক জাকির হোসেন, আনসার কমান্ডার ফারুক হোসেন, জেলা তথ্য অফিসার শিল্পী মন্ডল, জেলা শিক্ষা অফিসার দিল আরা চৌধুরী প্রমুখ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *