মেহেরপুর অফিস
২৪ এর জুলাই-আগস্ট ছাত্র জনতার আন্দোলনে শহীদদের স্মরণে মৌন মিছিল করেছে মেহেরপুর জেলা বিএনপি। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এই মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শাহাজী পাড়া মোড়ে গিয়ে শেষ হয়। মৌন মিছিলে নেতৃত্ব দেন জেলা বিএনপির আহবায়ক জাভেদ মাসুদ মিল্টন।
এসময় জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসান, যুগ্ম আহবায়ক আমিরুল ইসলাম, ফয়েজ মোহাম্মদসহ বিএনপি নেতা কর্মীরা মৌন মিছিলে অংশগ্রহণ করেন। মিছিল শেষে জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. কামরুল হাসান বলেন, যারা তারেক রহমানকে নিয়ে কটুক্তি করেছে ও দেশকে অস্থিতিশীল করছে দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেফতারের জন্য সরকারের কাছে দাবী জানায়। এছাড়াও তিনি আরো বলেন সন্ত্রাসীদের কোন দল নেই তাদের একটাই পরিচয় তারা সন্ত্রাসী।
ছাত্র জনতার আন্দোলনে শহীদদের স্মরণে মেহেরপুরে বিএনপি’র মৌন মিছিল
