জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মেহেরপুরে প্রতিকী ম্যারাথন অনুষ্ঠিত

মেহেরপুর অফিস
ছাত্র-জনতা জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মেহেরপুরে প্রতিকী ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৭টার দিতে জেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে থেকে এ ম্যারাথন শুরু হয়। ম্যারাথন টি শহরের ওয়াপদা মোড়, কলেজ মোড়, হোটেল বাজার মোড় হয়ে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা-কর্মচারী তরুণ থেকে শুরু করে বিভিন্ন বয়সের শ্রেণি পেশার মানুষ ম্যারাথনে অংশ গ্রহণ করেন। অংশগ্রহণকারীরা ৫ কিলোমিটার পথ পাড়ি দেয়।
ম্যারাথনে অংশগ্রহণ করে প্রথম হয়েছেন মেহেরপুর গাংনী উপজেলার মোহাম্মদপুর গ্রামের শিপন আলী। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে মেহেরপুর সদর উপজেলার আহসান হাবীব ও সাজ্জাদ হোসেন। পরে জেলা প্রশাসন কার্যালয় চত্বরে ম্যারাথনে অংশগ্রহণকারীদের মধ্য থেকে ৩৬ জুলাই উপলক্ষে ৩৬ জনকে মেডেল প্রদান করা হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান এ সময় সেখানে উপস্থিত ছিলেন।
যুব উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় ও জেলা প্রশাসনের বাস্তবায়নে এ ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *