স্টাফ রিপোর্টার
মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধপথে ভারত থেকে বাংলাদেশে আসার সময় ১ জনকে আটক করা হয়েছে। গত দুই দিনে বিজিবি অভিযান চালিয়ে ভারত থেকে আসার সময় ১ বাংলাদেশী নাগরিককে আটক করে। এছাড়াও পৃথক ৪টি অভিযানে ফেন্সিডিল, মদ, গাঁজা ও যৌন উত্তেজন ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে কোন মাদককারবারীকে আটক করা যায়ন
৫৮-বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে কুমিল্লাপাড়া বিওপি’র সীমান্ত পিলার-৬০/৪৭-আর হতে ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কুমিল্লাপাড়া গ্রামে নায়েক মোঃ খোদাবক্স এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে আসার সময় ১ জনকে (পুরুষ) আটক করা হয়। আটককৃতকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

এদিকে বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে কুসুমপুর বিওপি’র পিলার-৬১/৪-এস হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বৃত্তিপাড়া গ্রামের ডিসপোট মাঠের মধ্যে হতে হাবিলদার মোঃ মোশাররফ হোসেন এর নেতৃত্বে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ১২০ পিচ ভারতীয় যৌন উত্তোজক ট্যাবলেট (ভায়াগ্রা) উদ্ধার করা হয়। গতকাল রাত ৩টার দিকে জীবননগর রাজাপুর বিওপি’র পিলার-৭১/৮-এস হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রাজাপুর গ্রামের মোঃ তরিকুল ইসলামের বাগানের মধ্যে হতে হাবিলদার মোঃ আব্বাস আলী এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ২৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে যাদবপুর বিওপি’র পিলার-৪৯/৩-এস হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পারগোপালপুর নামক গ্রামের মাঠের মধ্যে হতে নায়েব সুবেদার মোঃ ওসমান হোসেন এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ২৪ বোতল ফেন্সিডিল ও ৪৩ বোতল মদ উদ্ধার করা হয়। একই দিন রাত ১১ টার দিকে জীবননগর গয়েশপুর বিওপি’র -৬৮/১-এস হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গয়েশপুর গ্রামের মোঃ সোনা মিয়ার আম বাগানের মধ্যে হতে নায়েব সুবেদার সৈয়দ মফিজুর রহমান এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ২ কেজি গাঁজা ও ৩৮৪ পিচ যৌন উত্তোজক ট্যাবলেট (ভায়াগ্রা) উদ্ধার করা হয়।