স্টাফ রিপোর্টার
অবৈধভাবে সীমান্ত পারাপারকারী ১১ বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে। গত দুই দিনে বিজিবি পৃথক ৪টি অভিযান চালিয়ে অবৈধপথে ভারত ও বাংলাদেশে যাতায়াতকারী ১০ জনকে আটক করা হয়। এ সময় পাচারে সহায়তার অভিযোগে ১ দালালকে আটক করা হয়। এছাড়াও পৃৃথক অপর একটি অভিযানে ৪৩ বোতল মদ ও ৯৫ পিচ যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার করা হয়।
৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক আবু হানিফ মোঃ সিহানুক জানান, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টার দিকে জীবননগর নিমতলা বিওপি’র সীমান্ত-৭৪/এমপি হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সিংনগর গ্রামে নায়েক মোঃ মাসুদ কবির এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৪৩ বোতল ভারতীয় মদ এবং ৯৫ পিচ যৌন উত্তোজক ট্যাবলেট উদ্ধার করা হয়।
অপরদিকে বুধবার বিকাল ৫টার দিকে শ্যামকুড় বিওপি’র সীমান্ত পিলার-৬০/১১৪-আর হতে ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে টাঙ্গাইলপাড়া নামক স্থান হতে নায়েক মোঃ নজরুল ইসলাম এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার সময় ৪ জন বাংলাদেশী নাগরিক আটক করা হয়। এর মধ্যে ১ জন পুরুষ ও ৩ জন নারী। গতকাল সকাল ৮টার দিকে কুসুমপুর বিওপি’র সীমান্ত পিলার-৬১/১৬-আর হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাপাতলা গ্রামের মোঃ রফিকুল ইসলামের গোলাপ বাগানের সামনে হতে হাবিলদার মোঃ মোশারফ এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার সময় ২ জনকে আটক করা হয়। এদের ১ জন পুরুষ ও ১ জন নারী। গতকাল সকাল সাড়ে ৮টার দিকে বাঘাডাংগা বিওপি’র সীমান্ত পিলার-৬০/৪১-আর হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাঘাডাংগা গ্রামে নায়েক অখিল চন্দ্র হাজরার নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে ভারত হতে বাংলাদেশে আগমনকালে মোটরসাইকেলসহ ১ জন দালাল ও ১ জন নারী বাংলাদেশী নাগরিক করা হয়। একই দিন সকাল ৬টার দিকে বাঘাডাংগা বিওপি’র সীমান্ত পিলার-৬০/৪১-আর হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাঘাডাংগা গ্রামে হাবিলদার সাইফুর রহমানের নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার সময় ৩ জনকে আটক করা হয়। এদের মধ্যে ২ জন নারী ও ১ জন শিশু।