স্টাফ রিপোর্টার
মহেশপুর সীমান্ত থেকে বিদেশী পিস্তল, দেশি ওয়ান শুটার গান ও গুলিসহ মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ সময় অস্ত্রবহনকারী পিচ্চি লিটন কৌশলে বিজিবির চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায়। গতকাল বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে মাটিলা বিওপির নিকট জুলুলী গ্রাম থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় মহেশপুর থানায় মামলা দায়ের করা হবে।
৫৮-বিজিবির অতিরিক্ত পরিচালক আবু হানিফ মোঃ সিহানুক গণমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নিয়মিত টহলের অংশ হিসাবে গতকাল দুপুর দেড়টার দিকে মালিটা বিওপির জেসিও সুবেদার শরীফ মনিরুজ্জামানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানিক দল সীমান্ত পিলার-৫১/৬-এস ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জুলুলী গ্রামের মোঃ রিপন বিশ্বাসের ড্রাগন বাগানের পাশে রাস্তার উপর অবস্থান নেয়। এ সময় একটি মোটরসাইকেলকে থামার সংকেত দেয়। চালক মোটরসাইকেল ফেলে কৌশলে পালিয়ে যায়। পরে ওই স্থান হতে বিজিবি টহল দল ১টি বিদেশী পিস্তল, ১টি দেশী ওয়ান শুটারগান, ৬ রাউন্ড গুলি ও ১টি মোটরসাকেল উদ্ধার করে। অস্ত্র ফেলে পালিয়ে যাওয়া মোটরসাইকেল চালক লিটন মিয়া ওরফে পিচ্চি লিটন (২১), মহেশপুর থানার জীবননগর পাড়ার ওলিয়ার রহমামের ছেলে। আটককৃত অস্ত্র, গুলি এবং মোটরসাইকেল মহেশপুর থানায় জমা দেয়া হয়েছে।