স্টাফ রিপোর্টার
মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওযার সময় ৬ বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে। গত সোমবার বিজিবি পৃথক দুটি অভিযান চালিয়ে ৬ বাংলাদেশীকে আটক করে। এছাড়াও গতকাল মঙ্গলবার পৃথক অভিযানে পরিত্যক্ত অবস্থায় ১ টি দেশী তৈরী পিস্তল ও ৯ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা করেছে।
৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক আবু হানিফ মোঃ সিহানুক জানান, গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে জীবননগর নিমতলা বিওপি’র সীমান্ত পিলার-৭৫/এমপি হতে ২ কি: মি: বাংলাদেশের অভ্যন্তরে আকন্দবাড়িয়া মাঝপাড়া গ্রামের আলিফের বাড়ির সামনে সুবেদার মোঃ মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে । এ সময় দর্শনা আকন্দবাড়িয়া গ্রামের ইছাহক মন্ডলের ছেলে আলিফ হোসেনকে (৪২), ৯ কেজি ভারতীয় গাঁজাসহ আটক করা হয়। গাঁজাগুলো সুকৌশলে ভারত থেকে দেশে নিয়ে আসছিলো। আটককৃত আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় মামলা দায়ের করা হয়েছে।
এদিকে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে জীবননগর মাধবখালী বিওপি’র সীমান্ত পিলার-৭১/এমপি হতে ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাধবখালী গ্রামের মোঃ আছর আলীর বাঁশ বাগানের মধ্যে হতে হাবিলদার মোঃ জাহিদুল ইসলাম এর নেতৃত্বে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় ১টি দেশী তৈরী পিস্তল (ওয়ান শুটারগান) এবং বারুদ বিহীন ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটককৃত অস্ত্র ও গুলি জীবননগর থানায় জমা দেয়া হয়েছে।
অপরদিকে সোমবার রাত ৮টার দিকে বাঘাডাংগা বিওপি’র সীমান্ত পিলার-৬০/৪১-আর হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাঘাডাংগা বাজারের মধ্যে নায়েক মোঃ শহিদুল ইসলাম এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার সময় ৩ জন বাংলাদেশী নাগরিক আটক করা হয়। এদের মধ্যে ১ জন নারী ও ২ জন শিশু। একই দিন সন্ধ্যা ৭টার দিকে বাঘাডাংগা বিওপি’র সীমান্ত পিলার-৬০/৪১-আর ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাঘাডাংগা বাজারের মধ্যে হতে নায়েক মোঃ শহিদুল ইসলাম এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে। অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার ৩ জন বাংলাদেশী নাগরিক আটক করা হয়। এদেও মধ্যে ২ জন পুরুষ ও ১ জন নারী। আটক পুরুষ সদস্যরা হলো যশোর জেলার তরবনোয়াপাড়ার লিটন কুমার বিশ্বাস (৪২) একই জেলার ডোমরা গ্রামের সুজয় বিশ্বাস (২৬)।আটককৃতদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।