দামুড়হুদা অফিস
দামুড়হুদা উপজেলার পাট চাষীদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০ টার দিকে পাট অধিদপ্তর বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন, সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর দামুড়হুদার আয়োজনে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা জেলা পাট উন্নয়ন কর্মকর্তা একে এম হারুন অর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র। এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চুয়াডাঙ্গার উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আল সাবাহ্, জীবন নগর উপজেলার উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল আলীম প্রমূখ।
প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার ৭৫ জন পাট চাষীকে দিনব্যাপী পাটের জাত নির্বাচন, জমি তৈরি, বীজ বপন, সার ও বালাইনাশক প্রয়োগ, পাট কর্তন, পচন ও বাজারজাত করণের উপর আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন দামুড়হুদা উপজেলা উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা রিয়াজুল ইসলাম।
এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে জলাবদ্ধতার কারণে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং ছাত্র-ছাত্রীরা বিদ্যালয়ে আসা-যাওয়া করতে সমস্যার সম্মুখীন হচ্ছে।