গাংনীর আবু সুফিয়ান বিউবিটির ব্লাজা কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত

মেহেরপুর অফিস

বাংলাদেশ ল’ এন্ড জুরিস্ট অ্যাসোসিয়েশন (ব্লাজা) বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস এন্ড টেকনোলজি (বিউবিটি) শাখার সাধারণ সম্পাদক হলেন গাংনীর সুফিয়ান। গত ১০ জুলাই নবগঠিত কমিটিকে আগামী ছয় (০৬) মাসের জন্য অনুমোদন করা হয়।

বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস এন্ড টেকনোলজি (বিউবিটি) কমিটিতে মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াডোব গ্রামের মরজেম আলীর পুত্র আবু সুফিয়ানকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করায় এলাকার অনেকেই সাধুবাদ জানিয়েছেন। শিক্ষার্থী ও সংগঠকদের অংশগ্রহণে গঠিত এই কমিটিতে মোট ২৮ জন সদস্য রয়েছেন।

সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে এই কমিটি অনুমোদন দেয় বাংলাদেশ ল’ অ্যান্ড জুরিস্ট অ্যাসোসিয়েশন (ব্লাজা) কেন্দ্রীয় নির্বাহী পরিষদ। এছাড়াও তিন সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদও অনুমোদন করা হয়, যারা বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করবেন। সাধারণ সম্পাদক আবু সুফিয়ান বলেন, আমি এই দায়িত্বকে একটি গুরুদায়িত্ব হিসেবে গ্রহণ করছি। ন্যায়বিচার আইন চর্চা এবং মানবাধিকার রক্ষার ক্ষেত্রে ব্লাজার আদর্শকে সামনে রেখে আমরা কাজ করব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *