জীবননগর কাশিপুরে বিদ্যালয়ে হাঁটুপানি ক্লাসে যেতে পারছে না ছাত্র-ছাত্রীরা

জীবননগর অফিস

জীবননগর উপজেলার ৭নং কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পানি নিষ্কাশনের পর্যপ্ত ব্যবস্থা না থাকায় মাঠে হাঁটুপানি জমে থাকার কারণে ছাত্র-ছাত্রীরা ক্লাসে যেতে পারছে না। শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতে সমস্যা হচ্ছে এবং তারা ক্লাসে যেতে পারছে না। অনেক শিক্ষার্থীই হাঁটুপানি মাড়িয়ে ক্লাসে যাচ্ছে, এতে তাদের জামাকাপড় ভিজে যাচ্ছে এবং দুর্ভোগ পোহাতে হচ্ছে। এছাড়া, মাঠ পানিতে ডুবে থাকায় খেলাধুলাও করা যাচ্ছে না।

কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহা আলম বলেন, অতি বৃষ্টির কারণে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় পানি জমে থাকছে এই কারণে ক্লাস রুমে যেতে সমস্যা হচ্ছে শিক্ষার্থীদের। কর্তৃপক্ষের নিকট মাটি ভরাট ও ড্রেনের ব্যবস্থা করে সমস্যা সমাধানের  জন্য জোর দাবি জানাই।

পঞ্চম শ্রেণীর এক ছাত্র বলেন, অতি বৃষ্টি কারণে পানি জমে থাকাই, আমরা বাথরুমে ও টিউবওয়েল যেতে পারছি না এবং ছাত্র-ছাত্রীদের সাইকেল রাখার ঘরটি হাঁটু সমান পানি বেঁধে আছে। অতি দুরুত্ব সমাধান করা দরকার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *