স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা সিভিল সার্জন পদে ডাঃ হাদী জিয়া উদ্দিন আহমেদের বিধি বহির্ভূত নিয়োগের অভিযোগে তদন্ত শুরু হয়েছে। গত ১২ জুলাই কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ও তদন্ত কমিটির সভাপতি ডাঃ আবদুল মান্নান স্বাক্ষরিত এক নোটিশে জানা গেছে, স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ অধিশাখার স্মারক নং ৪৫.০০.০০০০.১৪৮.০২৭.০৫.২০২৪-৩৯০, তারিখ: ২০.০৫.২০২৫ খ্রি: এবং পরিচালক (স্বাস্থ্য), এর দপ্তর খুলনা বিভাগ, খুলনার স্মারক নং -৪৫.৪০.০০০০.০০২.২৭.০০৯.২৫-১৩০২(৭), তারিখ: ০৭.০৭.২০২৫ খ্রি: মোতাবেক দৈনিক সরেজমিন বার্তা পত্রিকায় গত ০১.০৫.২০২৫ খ্রি: তারিখে প্রকাশিত “সিভিল সার্জন পদে বিধি বহির্ভূত নিয়োগ স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি ও স্বাস্থ্য সচিব বরাবর অভিযোগ” শীর্ষক প্রতিবেদনে উত্থাপিত অভিযোগ সমূহ ১৪ ও ১৫ জুলাই সকাল ১০টায় চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয় ও সংশ্লিষ্ট এলাকায় সরেজমিন উপস্থিত থেকে তদন্ত কার্যক্রম পরিচালনা করা হবে। নোটিশে তিনি তদন্ত চলাকালীন সংশ্লিষ্টদের প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত থাকার জন্য অনুরোধ জানান। দুই সদস্যবিশিষ্ট এ তদন্ত কমিটির অপর সদস্য হচ্ছেন কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ নাসির উদ্দীন।