আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির বাস্তবায়নে ও ঝিনাইদহ দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের আয়োজনে দুর্নীতি মুক্ত পরিবার এবং সমাজ গড়ি এই স্লোগানকে সামনে রেখে দুর্নীতি বিরোধী রচনা ও বিতর্ক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টার দিকে আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় মিলনায়তনে পুরস্কার বিতরণী সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও প্রেসক্লাবের আহ্বায়ক খন্দকার শাহ আলম মন্টু।
প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জিয়াউল হক। তিনি বলেন, ভবিষ্যৎ প্রজম্ম যেন দুর্নীতির কালো ছায়ার কড়াল গ্রাসে না পড়ে সেই লক্ষ্যে শিক্ষার্থীদের এখন থেকেই দুর্নীতি বিরোধী চেতনায় উদ্বুদ্ধ করে গড়ে তুলতে হবে। আর দুর্নীতির বিরুদ্ধে সবাই সচেতন হলেই কেবল দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব।
এছাড়াও বিশেষ অতিথি ছিলেন, ঝিনাইদহ দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিদর্শক মোহাম্মদ কাওসার আহমেদ, পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী, বিজেশ রামেকা, সদস্য বশিরুল আলম, এমদাদুল হক, শিক্ষক আশরাফুল ইসলাম। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আশরাফুল আজাদের সার্বিক পরিচালনায় বক্তব্য রাখেন আলমডাঙ্গা সরকারি পাইলট বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গৌতম কুমার পাল, ব্রাইট মডেল স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক শাফিউর রহমান, আলমডাঙ্গা একাডেমির সহকারী শিক্ষক সুবীর কুমার ঘোষ প্রমুখ।
মডারেটর এর দায়িত্ব পালন করেন আলমডাঙ্গা সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু সৈয়দ আল মামুন রেজা, আলমডাঙ্গা সরকার কলেজের প্রভাষক নাসরিন নাহার ও নিগার সিদ্দিকী ডিগ্রী কলেজের প্রভাষক রুহিয়া জেসমিন।
উল্লেখ্য, উপজেলার ৬টি বিদ্যালয়ের ২৮ জন শিক্ষার্থী রচনা প্রতিযোগিতায় ও চারটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহন করে। বির্তক প্রতিযোগিতার চুড়ান্ত পর্বে আলমডাঙ্গা একাডেমী ও আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় দল অংশগ্রহন করে। চুড়ান্ত পর্বে বির্তকের বিষয় ছিল “দুর্নীতি রোধে কেবল কঠোর আইন নয়, চাই সামাজিক আন্দোলন” বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এতে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে আলমডাঙ্গা একাডেমী এবং রানার্স আপ হয় উপজেলার পাইলট মাধ্যমিক বালিকা মাধ্যমিক বিদ্যালয়। শ্রেষ্ট বক্তা নির্বাচিত হন পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় ইসমত সাদিয়া।
চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের পুরস্কার ও সার্টিফিকেট বিতরণ করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দ। এছাড়াও অনুষ্ঠানে দুর্নীতি প্রতিরোধে প্রচারণা এবং চেতনা জাগানোর লক্ষ্যে আলমডাঙ্গা উপজেলার ৪‘টি শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে দুর্নীতি বিরোধী স্লোগান সম্বলিত শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ করা হয়।