আলমডাঙ্গার বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করলেন জেলা প্রশাসক জহিরুল ইসলাম

আলমডাঙ্গা অফিস

আলমডাঙ্গার বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করেন জেলা প্রশাসক জহিরুল ইসলাম। গতকাল সোমবার দিনব্যাপী তিনি উপজেলা পরিষদ, উপজেলা ভূমি অফিস, আলমডাঙ্গা থানা ও আলমডাঙ্গা পৌরসভা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি জনগনের সেবা নিশ্চিত করার জন্য কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি আহবান জানান।

                গতকাল সোমবার সকাল সাড়ে ১০ টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক প্রথমেই আলমডাঙ্গা থানা পরিদর্শন করেন। আলমডাঙ্গা থানায় পৌছুলে পুলিশের একটি দল তাকে গার্ড অব অনার প্রদর্শন করেন। এ সময় থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান। জেলা প্রশাসক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সেবাদান কার্যক্রম ও সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন। তিনি পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।   পরবর্তীতে তিনি আলমডাঙ্গা পৌরসভা পরিদর্শন করেন, যেখানে তিনি পৌরসভার চলমান উন্নয়ন কার্যক্রম, নাগরিক সেবা এবং প্রশাসনিক কার্যাবলি পর্যালোচনা করেন।

                পরবর্তী পর্যায়ে জেলা প্রশাসক আলমডাঙ্গা উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন এবং ভূমি সংক্রান্ত সেবা, নামজারি, খতিয়ান প্রদানসহ অন্যান্য গুরুত্বপূর্ণ কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে অবহিত হন। পরিদর্শনকালে ২০২৪-২০২৫ অর্থবছরে এ কার্যালয়ে  সম্পাদিত গুরুত্বপূর্ণ কার্যাবলির সামারি উপস্থাপন করা হয়। ২০২৪-২০২৫ অর্থবছরে ভূমি উন্নয়ন কর (সাধারণ) আদায়,  অর্পিত সম্পত্তির লীজ নবায়ন ও অর্পিত সম্পত্তি ব্যবস্থাপনা, নামজারি মামলা নিষ্পত্তি,  মিসকেস মামলা নিষ্পত্তি, মোবাইল কোর্ট পরিচালনা, সরকারি স্বার্থ সংরক্ষণ প্রভৃতি কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়। ভূমি উন্নয়ন কর (সাধারণ)  আদায় ২ কোটি ১০ লাখ ৫৫ হাজার ২২৮ টাকা।  নামজারি মামলা নিষ্পত্তি ১২ হাজার ৪ টি। ২০২৪-২০২৫ অর্থবছরে মোট রাজস্ব আদায় হয় ৩ কোটি ২৭ লাখ ৩১ হাজার ৩৪৩ টাকা।

এরপর তিনি আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন করেন এবং উপজেলার সার্বিক প্রশাসনিক কার্যক্রম ও উন্নয়ন কর্মকাণ্ড বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। পরিদর্শনকালে জেলা প্রশাসকের সাথে  উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব শেখ মেহেদী ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু, সহকারী কমিশনার আবদুল্লাহ আল নাঈম প্রমুখ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *