আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নের বাংলাদেশ জামায়াত ইসলামীর উদ্যোগে নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল ৪ টার দিকে কুয়াতলা-মোহম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন হারদী ইউনিয়ন জামায়াত ইসলামীর সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন। সভা পরিচালনা করেন ইউনিয়ন সেক্রেটারি মাওলানা আসাদুজ্জামান ওসমানী।
প্রধান অতিথি ছিলেন, চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও জামায়াত মনোনীত চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাড. মাসুদ পারভেজ রাসেল।
এসময় তিনি বলেন, “নতুন বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদের জন্ম হতে দেওয়া যাবে না। আমরা চাই দুর্নীতিমুক্ত, ধর্ষণমুক্ত, চাঁদাবাজিমুক্ত, ইনসাফভিত্তিক একটি রাষ্ট্র গড়ে তুলতে। ইসলামী আদর্শের ভিত্তিতে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় জামায়াতের কর্মীদের আরও দায়িত্বশীল হতে হবে।”
সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য ও যুব বিভাগের সভাপতি নুর মোহাম্মদ হোসাইন টিপু, জেলা কর্মপরিষদ সদস্য ও আইন-আদালত বিষয়ক সম্পাদক এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সেক্রেটারি কাইয়ুম উদ্দিন হিরোক, আলমডাঙ্গা উপজেলা আমীর প্রভাষক শফিউল আলম বকুল, জি.এ. সাংগঠনিক থানা আমীর আব্বাস উদ্দিন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন জি.এ. সাংগঠনিক থানা নায়েবে আমীর সেলিম রেজা, থানা সেক্রেটারি কামরুল হাসান সোহেল, থানা কর্মপরিষদ সদস্য ফরিদ উদ্দিন, মাওলানা জহুরুল ইসলাম, শাজাহান আলী, আনোয়ার হোসেন, মাওলানা আব্দুল মোমিন, জহুরুল ইসলাম মহসিন, ডা. হাসানুজ্জামান সোহেল, মাওলানা মহিউদ্দিন ও মাওলানা মইন উদ্দিনসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিপুলসংখ্যক নেতাকর্মী।
সাধারণ সভায় বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি, সদস্য সংগ্রহ এবং দাওয়াতি কার্যক্রম জোরদারের উপর গুরুত্বারোপ করেন। সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।