জীবননগরে সেই ঋণগ্রস্তের বাড়িতে গিয়ে খোঁজখবর নিলেন ইউএনও, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস

জীবননগর অফিস

জীবননগরে ঋণের টাকার জন্য নুরুন নাহার নামের এক নারীকে গত বৃহস্পতিবার বিআরডিবি (বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড) অফিসে তালাবদ্ধ করে আটকে রাখা হয়। পরে পুলিশ ও সাংবাদিকেরা গেলে তালা খুলে দেওয়া হয়। এ ঘটনার পর মানসিকভাবে কিছুটা ভেঙে পড়েন ওই নারী। এর পরিপ্রেক্ষিতে গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই নারীর বাড়িতে গিয়ে খোঁজখবর নেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল আমীন।

এসময় তিনি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে কিছু খাদ্য সহায়তা দেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আল আমীন বলেন, গত বৃহস্পতিবার একটি অনাকাক্ষিত ঘটনা ঘটেছে। আমরা এখানে এসেছে ভিকটিমকে সাহাস দেওয়া জন্য। এই অনাকাক্ষিত ঘটনার জন্য যারা দ্বায়ী আছেন, তাদের বিরুদ্ধে অফিসিয়ালি ব্যবস্থা নেওয়ার জন্য ইতিমধ্যে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছি। তিনি আরও বলেন, সরকার যে লোন দিয়েছে, সেই টাকা আদায়ের জন্য তাদের (ওই কর্মীরদের) ওপর হয়তো চাপ ছিল। কিন্তু সেই লোন আদায়ের জন্য তারা যে অয়েতে (পথে) গেছে সেটি সঠিক নয়। তারা এই পথে না যেয়ে আইন অনুযায়ী মামলা করতে পারত। এ সময় সাংবাদিকদের উদ্দেশ্যে ইউএনও বলেন, আপনাদের মাধ্যমে আমি সকলের কাছে অনুরোধ জানাবো, ভুল বোঝাবুঝির অবসান হয়ে, যাতে উনি পাওনা পরিশোধ করতে পারে। আর ওনার সম্মানহানির পেছনে যারা জড়িত আছে, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। ইউএনও আরও বলেন, ওনি যেহেতু ট্রমাটাইজ, ওনাকে সাহস দিয়েছি কিছু খাদ্য সহায়তাও করেছি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *