জীবননগর অফিস
বাংলাদেশ জামায়াতে ইসলামী জীবননগর পৌর শাখার উদ্যোগে ৩৬ জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্বরণে দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে জীবননগর মুক্তমঞ্চের সামনে হতদরিদ্র, অসহায় দুস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
জীবননগর পৌর জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো.ফিরোজ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা তা’লিমুল কোরআন বিভাগের সভাপতি মাওলানা মো.মহিউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা শাখার মাজলিসুল মুফাসসিরিনের সভাপতি মাওলানা মো, হাফিজুর রহমান, জামায়াতে ইসলামির জীবননগর উপজেলা শাখার নায়েবে আমির হাফেজ মাওলানা মো. বেলাল হোসেনসহ জামায়াতে ইসলামীর জীবননগর পৌর শাখার সকল ইউনিটের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।