জীবননগর অফিস
বগুড়ায় মহাস্থানগড় এলাকার মহাসড়কে ট্রাক দুর্ঘটনায় জীবননগর পৌরসভার তিন নম্বর ওয়ার্ড গোপালনগর গ্রামের আব্দুর রহমানের পুত্র দুখু মিয়া (৪১)নিহত হয়েছেন। গত রবিবার ভোর পাঁচটার দিকে রাজশাহী মেডিকেল হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, রাজনগর গ্রামের দুখু মিয়া ছিলেন আনসার বাহিনী সদস্য ও ট্রাক চালক। তিনি গত ২৮ জুন পণ্য বোঝাই করে রাজশাহীতে যাচ্ছিলেন। পরবর্তীতে বগুড়ার মহাস্থানগড় এলাকায় পৌঁছালে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সংঘর্ষ হয়। আর এতে তিনি মারাত্মকভাবে আহত হন এবং তার বাম পা মারাত্মকভাবে জখম হয়। এরপর স্থানীয়রা উদ্ধার করে তাকে দ্রুত রাজশাহী মেডিকেল হাসপাতালে নিয়ে আসে। কিন্তু প্রচন্ড রক্তক্ষরণ হওয়ায় রবিবার ৬ জুলাই তিনি মৃত্যুবরণ করেন।
এরপর গতকাল রাতে তার মৃতদেহ বাড়িতে নিয়ে আসলে এলাকার শোকের ছায়া নেমে আসে। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। এরপর রাত সাড়ে দশটার দিকে স্থানীয় স্টেডিয়াম গোরস্থান ময়দানে তার দাফন করা হয়।